‘আমরাও শিল্প চাইছি সিঙুরে’ : তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য

বাংলা হান্ট ডেস্ক: চাষিরা যদি স্বেচ্ছায় জমি দিতে চায়, টাটারা ফিরতেই পারেন সিঙুরে। এমনকি আন্য কোনও শিল্পগোষ্ঠীও আসতে পারে সেখানে। মঙ্গলবার বারাসত আদালতের সামনে দাঁড়িয়ে এরকমই বক্তব্য রাখলেন, সিঙুর জমি আন্দোলনের অন্যতম নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

এদিন মাস্টারমশাই বলেন, ‘চাষীরা যদি স্বেচ্ছায় জমি দিতে চায় সিঙুরে শিল্প বলতে কোন সমস্যা নেই। এই শর্ত মেনে নিয়ে যদি কোন শিল্পপতি এখানে আসতে চান তো আসতে পারেন। আমরা তাঁদের স্বাগত জানাচ্ছি।’

এমনকি রবীন্দ্রনাথবাবু পাশে দাঁড়িয়েছেন বিজেপির ‘সিঙুরে শিল্প আনতে হবে’ দাবির আন্দোলনে, তিনি বলেন, ‘আমরাও শিল্প চাইছি সিঙুরে। তবে জোর জুলুম চালিয়ে কৃষকদের কাছ থেকে জমি নিয়ে নয়।’

সম্পর্কিত খবর