ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগের ক্ষীণ আশাটুকুও শেষ, পাশে থাকার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করল ISRO

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) চন্দ্রযান-২ (Chandrayaan-2) কে দেশবাসীর অফুরন্ত সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে। এটা দেশের দ্বিতীয় চন্দ্র অভিযান ছিল। গত সাত সেপ্টেম্বর চাঁদের মাটিতে অবতরণের মাত্র ২.১ কিমি আগে পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের। আর এই কারণে অভিযান সম্পূর্ণ সফল হতে পারেনি। তবে চন্দ্রযান-২ এর অরবিটর এখনো চাঁদের পরিক্রমা করে যাচ্ছে, আর ইসরোকে ছবি পাঠিয়ে যাচ্ছে।

ল্যান্ডারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পরেও দেশবাসী আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মদী ইসরোর কাজের প্রশংসা করে বিজ্ঞানীদের পাশে দাঁড়ায়। আর এই কারণে মঙ্গলবার ইসরো সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি ট্যুইট করে। ইসরো ট্যুইট করে লেখে, ‘আমাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ। আমরা গোটা বিশ্বে থাকা সমস্ত ভারতীয়দের আশা আর স্বপ্নকে পূরণ করার চেষ্টা করতে থাকব। আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ।”

মহাকাশ বিজ্ঞানে ভারতকে গর্বিত করা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রতিটি ভারতীয়র স্বপ্ন আর আশাকে পূরণ করা ভরসা দিয়েছে। ৪৭ দিনের যাত্রাতে চন্দ্রযান-২ অনেক সমস্যা দূরে সরিয়ে রেখে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে ল্যান্ডার বিক্রমের সাথে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ল্যান্ডার বিক্রমের ভিতরে ছিল রোভার প্রজ্ঞান। এই রোভার দিয়ে চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করা হত। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সেটা আর সম্ভব হয়নি। তবুও ইসরো আপ্রাণ চেষ্টা করেছিল।

ইসরোর এই সাহসিকতার কাজের প্রশংসা শুধু দেশবাসী আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই করেননি। গোটা বিশ্ব ইসরোর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। নাসা পর্যন্ত ইসরোর এই অভিযানকে স্যালুট জানিয়ে বিজ্ঞানীদের কাজের প্রশংসা করেছিল।

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর