আপনাদের আমরা কিছুতেই ভারতকে তালিবান বানাতে দেব না, মোদী-শাহকে চ্যালেঞ্জ মমতার

বাংলাহান্ট ডেস্কঃ ভবানীপুর উপনির্বাচনের জন্য জোরকদমে প্রচার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (mamata banerjee) এবং তাঁর সবুজ বাহিনী। অন্যদিকে পিছিয়ে নেই বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং গেরুয়া বাহিনীও। প্রচারের মাঠে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ। চলছে আক্রমণ, কটাক্ষ, তোপ দাগাদাগি।

একদিকে চলছে নির্বাচনী প্রচার, আর অন্যদিকে নিম্নচাপের জেরে আকাশ ভেঙে ভারী বৃষ্টি আসছে দফায় দফায়। জলমগ্ন হয়ে পড়ছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। কিন্তু থেমে নেই প্রচার। বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়েই জোরকদমে নির্বাচনী প্রচার চালাচ্ছে রাজনৈতিক শিবিরগুলো।

আজ অর্থাৎ বুধবার একবালপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সভা করার কথা থাকলেও, প্রথমটায় ঠিক ছিল না যে তিনি আসবেন কিনা। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই মুখ্যমন্ত্রী যোগ দেন কর্মীসভায়। সেই প্রচারের মঞ্চ থেকেই আক্রমণ করেন পদ্ম শিবির এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও।

মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনভাবেই হিন্দুস্থানকে কোনদিন তালিবান হতে দেব না। আমাদের সৌজন্যতার কারণে নরেন্দ্র মোদী, অমিত শাহকে দাদা-ভাই বলে সম্বােধন করি। তবে তাই বলে দেশকে কখনই টুকরো হতে দেব না, দেশে জারী করতে দেব না তালিবান-শাসন’।

তিনি আরও বলেন, ‘ভারত আমাদের, আর ভারতই থাকবে, কিছুতেই তালিবান বানাতে দেব না ওঁদের। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ থাকবেন, বল্লভভাই পটেল সবাই থাকবেন। আলাদা হতে দেব না। বাকি চারটে জায়গার উপনির্বাচনে আমরাই জয়ী হব। বিজেপিকে দেখিয়ে দেব- ওরা বুনো ওল হলে, আমারও বাঘা তেঁতুল’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর