কলকাতায় মহালয়ার দিন চলবে বৃষ্টি, আর কি বলছে হাওয়া অফিস? জেনে নিন

বাংলাহান্ট ডেস্ক: আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজ দিনভর চলবে বৃষ্টি।  অন্যদিকে কাল মহালয়া। দেবীপক্ষের শুরু। কদিন পরেই পুজো আর শেষ মুহূর্তে পুজোর কেনাকাটার প্রস্তুতি গোটা কলকাতাজুড়ে। বেশ কিছুদিন ধরে বৃষ্টিতে বাদ সেধেছে পূজোর কেনাকাটায়। হিক্কার প্রভাবে আগামী ৪৮ ঘন্টা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর।

download 1

বাঙালি মানেই দুর্গাপুজো। থিম পুজোয় কলকাতায় কোন মন্ডপ কাকে টেক্কা দিতে পারে তার জন্য চলছে জোরকদমে প্রস্তুতি। আর মাত্র কটা দিন, অনেক জায়গায় প্যান্ডেল এখনো শেষ হয়নি পুরোপুরি। কলকাতার বাঙালিরা চতুর্থী থেকে ঠাকুর দেখা শুরু করে দেয়। তাই তার আগে কি করে তৈরি হবে প্যান্ডেল তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পুজো উদ্যোক্তারা। পুজোর সময় যদি কলকাতা বৃষ্টিতে ভাষায় তাহলে কলকাতার বাঙালির মনে দুঃখ যে হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

সম্পর্কিত খবর