সোমবার পর্যন্ত বৃষ্টির চোখ রাঙানি, পুজোর সময় কি হবে কলকাতার হাল?

বাংলাহান্ট ডেস্ক: বর্ষা চলে যাওয়ার পর পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু। বর্ষাকালে বৃষ্টির গতিবিধি দেখে বোঝা যাচ্ছিল পুজোর সময় আসতে চলেছে কলকাতা। আবার একই সময়ে গুজরাটি আনতে চলেছে ঘূর্ণিঝড় হিক্কা। গত দু-তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। বিগত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে জল জমে গিয়েছে ঠনঠনিয়া কালীবাড়ি, বেহালা, কালীঘাট, টালিগঞ্জের মত জায়গাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আগামীকাল উত্তরবঙ্গ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে বৃষ্টি হবে নদীয়া, হুগলি। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশেও।

আজ প্রথমা, দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। হাতেগোনা মাত্র কটা দিন। পুজোর মুখে এই বৃষ্টি উদ্যোক্তাদের মাথায় হাত ফেলেছে। ইতিমধ্যেই বেশ কিছু পুজো প্যান্ডেলে জল থৈ থৈ করছে। বেশ কিছু জায়গায় প্যান্ডেল এখনো সম্পন্ন হয়নি। পুজো পাগল বাঙালিরা ইদানিং প্রথম থেকেই দুর্গা ঠাকুর প্যান্ডেল পরিদর্শন শুরু করে দেয়। শেষ মুহূর্তের কাজগুলিতে বাদ সেধেছে বৃষ্টি।

সম্পর্কিত খবর