আগামীকাল ভয়ংকর ঝড় বৃষ্টির পূর্বাভাস, গেরুয়া সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্ক,  আবহাওয়া :  সকাল থেকেই দফায় দফায় ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ এর জেলাগুলিতে। আবহাওয়া (weather) দপ্তর সূত্রে জানানো হয়েছে,  আগামী ২৪ ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা।

65017 heavy rain

আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উপকূল সংলগ্ন অঞ্চলগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এর কারনেই এই ঝড়বৃষ্টি ।  যার জেরে সমুদ্র উপকূলবর্তী এলাকায় জারী করা হয়েছে সতর্কতা। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

বৃষ্টিপাতের জেরে শহর কলকাতা সহ একাধিক জেলার বিভিন্ন অংশ জলমগ্ন হবার সম্ভাবনা। সমুদ্রে জলোচ্ছ্বাসের কারনে সমুদ্রের তীরে যেতে নিষেধ করা হয়েছে। আজ দুপুর পর্যন্ত  আলিপুরে ১৭.২ মিলিমিটার ও দমদমে ৪৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে।

rain j

 উত্তরের জেলা গুলিতে আজ থেকেই কমতে শুরু করেছে বৃষ্টি । মৌসুমি বায়ু হিমালয়ের পাদদেশ থেকে কিছুটা দক্ষিণে সরেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছে এবার উত্তর পেরিয়ে দক্ষিণের দিকে ধেয়ে আসছে ঘোর বর্ষা।

তবে বৃষ্টি পুরোপুরি কমছে না বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রে। তারা জানাচ্ছে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরের জেলাগুলি জুড়ে। পাশাপাশি বাড়বে তাপমাত্রাও।

rain 7

পাশাপাশি,  ক্রান্তীয় ঝড় Isaias মারাত্মক শক্তি সঞ্চয় করে পরিনত হয়েছে হ্যারিকেনে। ইতিমধ্যেই তা  উত্তর ক্যারোলিনায় আছড়ে পড়েছে বলে খবর৷  প্রবল বৃষ্টিপাত ও প্রবল হাওয়ার দাপট বাড়ছে মার্কিন উপকূল গুলিতে।

পূর্বাভাস ছিল অনেক আগে থেকেই। উত্তর ক্যারোলিনা ও অন্যান্য উপকূল অঞ্চল থেকে ইতিমধ্যেই প্রচুর মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে মার্কিন প্রশাসন। গত কয়েকদিন ধরে যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ করা হয়েছে।

সোমবার রাতে উত্তর ক্যারোলিনার Isle বিচে বিপুল শক্তি নিয়ে ল্যান্ডফল করে ভয়ংকর এই হ্যারিকেন। এর ফলে নিউইয়র্ক, ওয়েস্টার্ন নিউ ইংল্যান্ড,  নিউ হ্যাম্পশায়ার অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সে দেশের আবহাওয়া দপ্তর।

সম্পর্কিত খবর