আগামী দুদিন কেমন যাবে দেশের আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ আগামী দুদিন ধরে বাংলা সহ দেশের বিভিন্ন অংশে জারি হয়েছে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাঞ্জাব, হরিয়ানা, এনসিআর এবং উত্তর প্রদেশে বিস্তীর্ণ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, তবে ছত্রিশগড়, পূর্ব ভারত এবং কেরল ও তামিলনাড়ু জুড়ে বিক্ষিপ্ত ঝড়ো বর্ষণ সম্ভবত।ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের জন্য  ঝড়ের পূর্বাভাস রয়েছে।কেরালা ও তামিলনাড়ুর মধ্যবর্তী সীমান্তের উচ্চ উচ্চতা অঞ্চলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত  ভারী বৃষ্টিপাত সম্ভব।

পাঞ্জাব, হরিয়ানা, এনসিআর এবং উত্তর প্রদেশে বিস্তীর্ণ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, তবে পূর্ব মধ্য প্রদেশ, ছত্তিশগড়, পূর্ব ভারত, কেরল এবং তামিলনাড়ুতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝড় ও বর্ষণ আশা করা হচ্ছে।এছাড়াও, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডেও  ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।, উত্তরাখণ্ডের উচ্চ উচ্চতা অঞ্চলে (50 সেন্টিমিটার / 24 ঘন্টা বা তার বেশি জমে থাকা তুষারপাত) ভারী তুষারপাতের সম্ভবনা।

উত্তরবঙ্গের দার্জিলিং-সহ পাঁচ জেলা সহ দক্ষিণের নদিয়া (Nadia), মুর্শিদাবাদ (Murshidabad), বীরভূম-সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা আগেই করেছিল আবহাওয়া দফতর। বাংলাদেশ (Bangladesh) ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে। বিহার (Bihar), ঝাড়খন্ড-এও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

 

পশ্চিমের জেলাগুলি, পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ (Murshidabad), নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হওয়ায় সম্ভাবনা রয়েছে। আবার বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানায় হাওয়া অফিস।

সম্পর্কিত খবর