আমফান এর পর এবার বাংলার বুকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় গতি: আবহাওয়ার খবর

weather update: খুব শীঘ্রই ফের একবার ঘুর্ণিঝড়ের কবলে পড়তে পারে বাংলা, আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এমনটাই। বঙ্গোপাসগরে ক্রমেই শক্তি সঞ্চয় করছে দুটি নিম্নচাপ। এদের মধ্যে একটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বাংলায় আছড়ে পড়তে পারে পুজোর আগেই।

rain 1 9

৩০ সেপ্টেম্বর থেকে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। এটি ঘনীভূত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।আবহাওয়া দপ্তরের অনুমান, পুজোর আগেই আঘাত হানতে পারে এই ঝড়৷

ctg weather 04

সাধারণত অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের ঘনঘটা তৈরি হয়। যা ‘আশ্বিন-কার্তিকের তুফান’ হিসেবে বহুকাল ধরে পরিচিত। ২০ মে আমফান আঘাত এনেছিল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে।

IMG 20200910 082111
বাংলার আবহাওয়া/ weather of west bengal

পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা তছনছ করে দিয়েছিল এই ঘূর্নিঝড়। ঝড়ের দাপটে থমকে গিয়েছিল তিলোত্তমা কলকাতা। বহু অংশে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে ৭২ ঘন্টার বেশি সময় লেগে যায়। এবার নতুন ঘুর্ণিঝড়ের ভ্রুকুটিতে সিঁদুরে মেঘ দেখছে বঙ্গবাসী।

 

সম্পর্কিত খবর