ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, ৪৮ ঘন্টার মধ্যে ধেয়ে আসছে বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ আগামীকাল থেকেই নিম্নচাপের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর (Weather office)। দূরে নয়, এবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরই প্রভাব পড়বে এই নিম্নচাপের। যার জেরে বেশ কিছু রাজ্যে জারী করা হয়েছে কমলা সতর্কতা। মৎস্যজীবীদের ফিরে আসতেও বলা হয়েছে।

   

নিম্নচাপের প্রভাব
২০ শে সেপ্টেম্বর উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সম্ভাবনার কথা জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। রবিবার নিম্নচাপ সংগঠিত হয়ে ২১ তারিখ অবধি বাংলার দক্ষিণের জেলাগুলির উপর বিরাজ করবে। হালকা, ভারী এমনকি অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এরপর ২২ তারিখ নাগাদ এই নিম্নচাপ কিছুটা পশ্চিম দিকে সরে গিয়ে আট জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিগত বেশ কিছুদিন দুই বঙ্গেই বৃষ্টিপাত হতে দেখা গেলেও, উত্তরে বৃষ্টির পরিমাণ ছিল অনেকটাই বেশি। তবে এবার এই নিম্নচাপের জেরে বাংলার উত্তরে নয়, দক্ষিণে ধেয়ে আসছে প্রবল বর্ষা।

আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শনিবার সকাল থেকেই হালকা মেঘাচ্ছন্ন রয়েছে কলকাতার আকাশ। সকালের দিকে বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণ খুবই কম। তবে রাতের দিকে মূলত আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাস্প বেশি থাকায় আদ্রতার জেরে গরমে নাজেহাল অবস্থা মানুষজনের।

জারি সতর্কতা
আসন্ন নিম্নচাপের জেরে বাংলার দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেইসঙ্গে যেসকল মৎস্যজীবী সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরে আসারও নির্দেশ দেওয়া হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর