গুমোট গরমে অসহায় দক্ষিণবঙ্গ, বৃষ্টির দেখা মিলবে কবে ? জানালো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্ক : আবারও গুমোট গরমে নাকাল কলকাতা। শুধুই কলকাতাই নয়, আর্দ্রতাজনিত প্যাচপ্যাচে গরমে নাজেহাল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। জুনের শুরুতেই রাজ্যে প্রবেশ ঘটছে বর্ষার। কিন্তু দু’একদিন ধুন্ধুমার ব্যাটিং করেও মন জোগাতে পারেনি বঙ্গবাসীর। আবহাওয়া দফতর জানাচ্ছে,এ বছর দক্ষিণবঙ্গে বর্ষা বেশ দুর্বল। বৃষ্টির সম্ভবনা খুব একটা বেশি নেই। এ সপ্তাহেও দক্ষিণবঙ্গে সেরকম কোন সম্ভবনা নেই বলেই জানা যাচ্ছে। দু-এক পশলা বৃষ্টি হলেও হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

এক নজরে আজকের আবহাওয়ার খবর

   

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.৪° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৩%
বাতাস :  ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৪%

আজকের আবহাওয়ার খবর

আজ সারাদিনই কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৮০ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ। সোমবাট কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৯ সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতায় বৃষ্টি হয়েছে ০০০.২ মিলিমিটার।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে প্রবল বর্ষণ অব্যাহত। আজও রয়েছে ভারি থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পাহাড়ের জেলাগুলিতে শুধু জুন মাসেই ৫১ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার বাড়বাড়ন্তের জন্য প্রবল অস্বস্তিকর অবস্থা। যদিও সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। যদিও এই বৃষ্টিতে সেভাবে কাটবে না প্যাচপ্যাচে গরম। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও সেই ভাবে জমিয়ে বসতে পারেনি বর্ষা। জানা যাচ্ছে, জুন মাসে স্বাভাবিকের থেকে ৪০ শতাংশ বৃষ্টি কম হয়েছে গোটা দক্ষিণবঙ্গে। কলকাতায় এই পরিসংখ্যানটা আরও বেশি। প্রায় ৬৪ শতাংশ।

আগামীকালের আবহাওয়া

আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ার খুব বেশি পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে গুমোট গরম বজায় থাকবে। আকাশে দেখা যেতে পারে মেঘের লুকোচুরি। উত্তরবঙ্গ ভিজবে প্রবল বৃষ্টিতে

Avatar
Sudipto

সম্পর্কিত খবর