আবহাওয়ার খবর: পশ্চিমী ঝঞ্ঝার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

বাংলা হান্ট ডেস্ক : টানা প্রায় পনেরো দিন ধরে রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা অব্যাহত। আর পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বঙ্গে বাধা পাচ্ছে শীত। যদিও বুলবুল ঘূর্ণিঝড়ের তাণ্ডব সরে যেতেই রাজ্যে শীতের আমেজ শুরু হয়েছিল কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি সময়েও তা অধরা। এখনও অবধি শীতের দাপট লক্ষ্য করা যায়নি। আর এরই মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করল আলিপুর হাওয়া অফিস।

এমনিতেই মেঘলা আকাশ, বেশ কিছু কিছু জায়গায় কুয়াশাও পড়ছে , সকাল থেকেই সূর্যের দেখা নেই। আর এরই মধ্যে সোমবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে সূত্রের খবর। বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ হুগলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তর দিকে সিকিম সহ দার্জিলিং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে সকালের শুরুতেই সূর্যের উঁকিঝুঁকি না দেখতে পাওয়া গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রোদ্দুরের তেজ রয়েছে। তবে এ সপ্তাহের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রার পারদ নামবে বলেই আলিপুর হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। সোমবার শহর কলকাতা সহ অন্যান্য রাজ্যে স্বাভাবিকের থেকে তিন চার ডিগ্রি তাপমাত্রা বেশি ছিল।

   

মাঝে মাঝে উত্তুরে হাওয়া দিচ্ছে তবে তা জোরালো নয়।গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীরের একটি নিম্নচাপ তৈরি হওয়ায় র পর থেকে আকাশ মেঘলা।

সম্পর্কিত খবর