বিদায়ঘন্টা বাজল শীতের! আবহাওয়ার ভোলবদলে রাত থেকেই বাড়বে তাপমাত্রা, কমবে উত্তুরে হাওয়ার প্রভাবও

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শুরুতেই কার্যত বিদায়ঘন্টা বেজে গেল শীতের (Winter)। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে সোমবার থেকেই দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই বাড়বে। যদিও, সপ্তাহের শেষে ফের নিম্নমুখী হতে পারে পারদ। পাশাপাশি, আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় থাকছে কুয়াশার সম্ভাবনাও। এদিকে, সোমবার বিকেলের পর কমতে চলেছে উত্তুরে হাওয়ার প্রভাবও।

এক নজরে আজকের আবহাওয়া:
সর্বোচ্চ তাপমাত্রা : ২৯° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৫.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৯%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৪৮%

আজকের আবহাওয়া: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা বৃদ্ধি পেলেও সকালে হালকা মাঝারি বা কোথাও ঘন কুয়াশা পরিলক্ষিত হবে। মূলত, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বৃদ্ধির জেরে ক্রমশ শেষ হয়ে আসছে শীতের ইনিংস। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে বেড়ে হবে ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া: প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী পাঁচদিন যাবৎ উত্তরবঙ্গের তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন না ঘটলেও আগামী চারদিন দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকার কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি আছে। পাশাপাশি, আগামী তিনদিন সকালের দিকে কুয়াশার প্রভাব থাকতে পারে।

এদিকে, দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিন মূলত শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হবে। পাশাপাশি, আকাশ থাকবে পরিষ্কার। তবে, দক্ষিণবঙ্গেও আগামী তিনদিন সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। উল্লেখ্য যে, পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে তাপমাত্রা কম বাড়বে। এদিকে, আগামী শুক্র ও শনিবার সামান্য কমে যেতে পারে তাপমাত্রা। সেই সময়ে পারদ ফের একবার ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে।

weather

আগামীকালকের আবহাওয়া: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি থেকে বেড়ে ২৮.২ ডিগ্রিতে পৌঁছতে পারে। পাশাপাশি, সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ ডিগ্রি। এছাড়াও, বাতাসে জলীয় বাষ্পের পরিমান হবে ৩৩ থেকে ৯৩ শতাংশ। আগামী দুই থেকে তিন দিনে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে বলেও মনে করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর