বৃষ্টি জারী থাকবে, নাকি দেখা যাবে রোদেলা আকাশ, জেনে নিন আগামীকালের আবহাওয়ার আপডেট

বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবারই জেনে নিন আগামীকালের আবহাওয়ার (weather tomorrow) আপডেট। নিম্নচাপের জেরে বিগত কয়েকদিন ধরে ভালোই বৃষ্টির আমেজ পেয়েছে বাংলার দক্ষিণের মানুষজন। চলতি বছরের শুরুর দিকে বাংলার উত্তরে প্রবল ধারায় বর্ষণ হলেও, দক্ষিণে ছিল রোদেলা আকাশ।

বিগত কয়েকদিন ধরে উত্তর বঙ্গোপসাগরে সংগঠিত নিম্নচাপের জেরে বাংলার দক্ষিণের মানুষজন প্রবল বৃষ্টিতে ভিজেছে। যার ফলে বৃষ্টির আক্ষেপ কিছুটা হলেও মিটেছে। তবে আজ বিকেল থেকেই আবহাওয়ার উওন্নতির আভাষ দিয়েছে আবহাওয়া দফতর।

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। বৃহস্পতিবার সকাল থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে আগামীকাল আকাশ পরিষ্কার হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। তবে বেলার দিকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে।

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ১৮ মিনিটে সূর্যোদয় হয়ে ৫ টা ৫৭ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।

চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
দুপুর ২ টা বেজে ২৯ মিনিটে চন্দ্রোদয় হয়ে রাত ১ টা বেজে ২৭ মিনিট অবধি থাকছে।

ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৯-১৭ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে।

সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ২৫% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৪%।

বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ২৫% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৫%।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর