বাংলায় বিক্ষিপ্ত বৃষ্টির প্রকাশ, এরই মাঝে জেনে নিন আগামীকালের আবহাওয়ার আপডেট

বাংলাহান্ট ডেস্কঃ আগামীকালের আবহাওয়ার  (weather tomorrow) আপডেট থেকে জানা যাচ্ছে, আগামীকাল সকালের দিকে রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারি বৃষ্টিপাত না হলেও, হালকা বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকাল সকালের দিকে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে আকাশ মূলত মেঘলা আকাশ থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

   

টানা বেশ কয়েকদিনের বৃষ্টির পর সাময়িক বিরতি নিয়ে আবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলছে। তবে বাতাসে উষ্ণতার পরিমাণ খুব একটা কমবে বলে মনে হয় না। তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। আদ্রতা জনিত অস্বস্তিও অনুভূত হতে পারে।

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ২০ মিনিটে সূর্যোদয় হয়ে ৫ টা ৫০ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।

চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
সন্ধ্যে৭ টা বেজে ২২ মিনিটে চন্দ্রোদয় হয়ে সকাল ৭ টা বেজে ৪২ মিনিট অবধি থাকছে।

ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৫ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বাংলা জুড়েই বিক্ষিপ্তভাবে।

সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৪০% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।

বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ২৫% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ২৪%।

দক্ষিণের আকাশ
বুধবার বাংলার দক্ষিণের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, বৃহস্পতিবার সকাল থেকে আবারও চড়া রোদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে বাতাসে আদ্রতার পরিমাণও বেশ কম। সপ্তাহান্তে শনিবার আবারও দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া দফতর।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর