অনুকূল আবহাওয়া, ইলিশের আশায় জাল ফেলছেন মৎস্যজীবিরা

বাংলাহান্ট ডেস্কঃ জুনের শুরুতেই জমিয়ে নেমেছে বর্ষা। সারাদিনই মেঘলা আবহাওয়া, সাথে পুবালি বাতাস। সব মিলিয়ে ইলিশের জন্য দারুন মরশুম বলেই মনে করছে মৎস্যজীবিরা। ইতিমধ্যেই দিঘা, কোলাঘাট, ডায়মন্ড হারবার, বকখালি, ফ্রেজারগঞ্জ সব জায়গা থেকেই ট্রলার পাড়ি দিতে শুরু করেছে মোহনার উদ্দ্যেশ্যে।

53661686 ilish hilsa fish fresh on a try at market
Ilish Hilsa Fish fresh on a try at market

আমফানের কারনে এবার আগে ঢুকেছে বর্ষা। সাথে আছে ইলিশের উপযুক্ত ইলশেগুঁড়িও। সব মিলিয়ে মৎস্যজীবিরা মনে করছেন এবার ইলিশ আহরণের পরিমাণ গত ৭ ৮ বছরের তুলনায় অনেক বেশী হবে।

আজ, দক্ষিণবঙ্গের তিন জেলায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর। বুধবার থেকে রাজ্যের এই তিন জেলায় অতিভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলবে রবিবার পর্যন্ত।

53661692 ilish hilsa fish fresh on a try at market
Ilish Hilsa Fish fresh on a try at market

দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে৷ আবিহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে, ২০ সেন্টিমিটার বৃষ্টি হবে রাজ্যের এই তিন জেলায়৷ কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও জারি হয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

rain kolkata

গতকাল শহর কলকাতার তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। আজ সর্বোচ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকেব ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

গতকাল শহররে তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। আজ সর্বোচ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকেব ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

সম্পর্কিত খবর