শেষ হতে চলেছে অপেক্ষার অবসান, ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের এই ৫ টি জেলা

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে বর্ষা কি কৃপা দৃষ্টি দিলো দক্ষিণবঙ্গের প্রতি? গতকাল রাতের পর থেকে এটাই প্রধান কৌতুহল দক্ষিণবঙ্গবাসীর। গতরাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণের বিভিন্ন জেলায়। আজ সকালেও তা অব্যাহত। অপর উত্তরবঙ্গে অনেকটাই কমেছে বৃষ্টি। উপকূলবর্তী জেলাগুলিতে আরও বৃষ্টির সম্ভবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৯%
বাতাস :  ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮১%

আজকের আবহাওয়ার খবর : গত ভোরেই বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। এখনও মেঘলা আকাশ। বাড়ছে বৃষ্টির সম্ভবনাও। এরই সাথে কমেছে তাপমাত্রাও। ভোরের বৃষ্টি অনেকটাই স্বস্তি দিয়েছে তিলোত্তমাকে। শহরের মানুষ ক্ষণিকের জন্য হলেও মুক্তি পেয়েছে আদ্রতাজনিত গুমোট গরম থেকে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৬%।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গে অনেকটাই কমেছে বৃষ্টির প্রভাব। পাহাড়ের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও প্রবল বানভাসি বৃষ্টির আশঙ্কা অনেকটাই কেটেছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ থেকে ২৩ ডিগ্রির মধ্যে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রির আশেপাশে থাকবে। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ ৯১ শতাংশ। বাতাসে সর্বনিম্ন জলীয় বাষ্পের পরিমাণ হতে পারে ৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০০৩.০ মিলিমিটার।

অপরদিকে দক্ষিণবঙ্গে বেড়েছে বৃষ্টির সম্ভবনা। গতরাতের প্রবল বৃষ্টি হয়েছ কলকাতা সহ বিভিন্ন জেলাতে। আকাশ এখনও মেঘলা তবে মাঝে মাঝে দেখা পাওয়া যাচ্ছে রোদেরও। দুপুরের পর আবারও একবার ঝেঁপে বৃষ্টি নামতে পারে বলেই জানাচ্ছে মৌসম ভবন।

আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টায় অনেকটাই বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বাড়বে বৃষ্টির পরিমাণ। এরই সাথে উত্তরবঙ্গে ধীরে ধীরে কমবে বৃষ্টি। তবে জলপাইগুড়ি, দার্জিলিংয়ে এখনও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর