শ্রাবণের প্রথম সপ্তাহেই ভিজবে এই জেলাগুলি, বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ ফের একবার বড় সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শ্রাবণের প্রথম সপ্তাহেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে গোটা দক্ষিণবঙ্গ।

rainfall 5

উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকলেও, বর্তমানে দক্ষিণের জেলাগুলিতেও বাড়ছে বৃষ্টির পরিমাণ। সপ্তাহান্তে দুই বঙ্গেই বাড়বে বৃষ্টির পরিমাণ জানাচ্ছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তের জেরে বজ্রপাত সহ বৃষ্টির আভাষ। এবার উত্তরবঙ্গে কিছুটা কম হয়ে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।

কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কিছু সময়ের মধ্যে দক্ষিণের বেশ কয়েকটি জেলা আলিপুরদুয়ার ও কোচবিহার, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে রয়েছে আগাম বৃষ্টির সতর্কতা।

rain in Kolkata website

শহর কলকাতার আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং সেইসঙ্গে হালকা বৃষ্টিরও আভাষ দিচ্ছে আবহাওয়া দফতর।

পাশাপাশি, অসমে (Assam) বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়াচ্ছে। ক্রমাগত বাড়তে থাকা করোনা পরিস্থিতির মধ্যে এই বন্যা আতঙ্ক আরও উদ্বেগ বাড়াচ্ছে। বুধবার পর্যন্ত ক্ষতিগ্রস্থ মানুষের পরিমাণ ছিল ৩৬ লক্ষেরও মানুষ। এই সংখ্যা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে।

rain in kolkata 1

বৃহস্পতিবার অবধি পাওয়া খবর থেকে জানা যায়, ইতিমধ্যেই বন্যা প্লাবিল মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০ লক্ষ। নতুন করে বন্যার ফলে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন। মরিগাঁ জেলায় দু’জন এবং লক্ষিমপুর, বারপেটা ও গোলপাড়া জেলায় ১ জন করে প্রাণ হারিয়েছেন। পাশাপাশি রাজ্যের প্রায় ৩৩ জেলার মধ্যে বন্যা প্লাবিত হয়েছে ২৭ টি জেলা।

সম্পর্কিত খবর