উত্তরবঙ্গে উন্নতি আবহাওয়ার, দক্ষিণের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলাহান্ট ডেস্ক / আবহাওয়া : অবশেষে উন্নতি হল উত্তর এর জেলা গুলির আবহাওয়ার। আজ থেকে উত্তরের ৫ জেলায় বৃষ্টি কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ পাশাপাশি দক্ষিণ এর কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ।

   

গত ২৪ ঘণ্টায় দার্জিলিং-য়ে ২.০, কোচবিহারে ০.১, কালিম্পঙে ১০.০, জলপাইগুড়িতে ৭.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একমাত্র শিলিগুড়িতে ৫৭.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম। বৃষ্টি কমে যাওয়ায় আপাতত বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কিছু সময়ের মধ্যে দক্ষিণের বেশ কয়েকটি জেলা আলিপুরদুয়ার ও কোচবিহার, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে রয়েছে আগাম বৃষ্টির সতর্কতা।

শহর কলকাতায়, আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলার বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আভাষ দিচ্ছে আবহাওয়া দফতর। তবে মূলত আকাশ মেঘলা থাকারই সম্ভাবনা বেশি।

পাশাপাশি ভারী বৃষ্টির জেরে মহারাষ্ট্রের একাধিক অঞ্চল জলমগ্ন। সমুদ্রের পাড়ে যেতে সতর্ক করা হয়ে। বিহারে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে হলেও আসামে ক্রমাগত খারাপ মোড় নিচ্ছে বন্যা পরিস্থিতি।

সম্পর্কিত খবর