৪৮ ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া দপ্তরের তালিকায় কোন কোন জেলা রয়েছে

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এর কারনে দক্ষিণের জেলাগুলিতে আরো বৃষ্টির পূর্বাভাস রয়েছে । কলকাতা, দুই ২৪ পরগনা. পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম – এই নয় জেলায় অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।

Jhenidah rain Photo 29 01 20
আগামীকালের আবহাওয়া/ weather tomorrow

সমুদ্র উপকূলবর্তী এলাকায় জারী করা হয়েছে সতর্কতা। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আজ সকাল থেকেই দীঘায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রামে জল ঢুকেছে বলে জানা যাচ্ছে।সমুদ্রে জলোচ্ছ্বাসের কারনে সমুদ্রের তীরে যেতে নিষেধ করা হয়েছে।

WhatsApp Image 2020 07 31 at 11.05.24 AM
আগামীকালের আবহাওয়া ( weather tomorrow )

২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণের এই ৯ জেলায়। দক্ষিণের বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১০০ মিমি পর্যন্ত। শহর কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

KT Weather Forecast

আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। সকাল থেকেই শুরু হবে বৃষ্টি। সেইসঙ্গে সারাদিনই বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুত সহ ঝড়ের আভাস দিচ্ছে হওয়া অফিস। বৃষ্টিপাতের জেরে শহর কলকাতা সহ একাধিক জেলার বিভিন্ন অংশ জলমগ্ন হবার সম্ভাবনা।

 

সম্পর্কিত খবর