সকালে ঝড় বৃষ্টি, আরো কমবে তাপমাত্রা! জেনেনিন কি আপডেট দিলো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট -বেশ কয়েক দিন কলকাতায় সহ গোটা জেলাতে গরমের প্রভাব ছিলো। ৪০° তাপমাত্রা র কাছাকাছি। গরমের মধ্যে গতকাল সন্ধায় একটু ঝড় ও বৃষ্টি হয়। তাপমাত্রা কমতে থাকে। আজ সকাল ভোর বেলা থেকে ঝড় হয়৷ বর্জ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়।

   

বৃষ্টি ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমলো। সকালের দিকে শীতের আমেজ দেখা যায়৷ কলকাতা সহ গোটা রাজ্যে বজ্রপাত ও বৃষ্টি হয়।

আবহাওয়া দপ্তর সুত্রের খবর দুই দিন বৃষ্টি হবে। এমনিতে কলকাতা সহ ৭জেলাতে রেড এলাট জারি করা হয়েছে৷ ফলে মানুষ এখন লকডাউনের মধ্যে গৃহবন্দী তাই তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে বৃষ্টি আমেজ থাকছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর