রাজ্যের কোথায় কেমন বৃষ্টি হবে আজ! জেনে নিন জেলাভিত্তিক আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমান কমে যাবে। পাশাপাশি, বাড়তে থাকবে আর্দ্রতা ও তাপমাত্রা। দেখে নিন জেলাভিত্তিক আবহাওয়ার খবর

বাংলার আবহাওয়া/ weather of west bengal

কলকাতা : শহর কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ও সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ১০০ শতাংশ। কলকাতা ও সংলগ্ন দুই ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওড়া : হাওড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার সমান হলেও সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি কম থাকবে৷ আর্দ্রতাও ১০ শতাংশ কম থাকছে এই জেলায়৷ বিক্ষিপ্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বর্ধমান : বর্ধমান শহর ও জেলার আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস । বিকেলের দিকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি অঞ্চলে।

আসানসোল : আসানসোল ও সংলগ্ন অঞ্চলগুলির তাপমাত্রা বর্ধমান শহরের মতই। তবে বর্ধমানে তুলনায় এই অঞ্চলে বাতাসে জলীয় বাস্পের পরিমান কিছুটা বেশী থাকবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মালদা : মালদার সর্বোচ্চ তাপমাত্রা আজ কলকাতার থেকে ২ ডিগ্রি কম অর্থাৎ ৩২ ডিগ্রি থাকবে। সঙ্গে সর্বনিম্ন ২৮ ডিগ্রি। আর্দ্রতা ৮৩ শতাংশ। রাতের দিকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শিলিগুড়ি : উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়িতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমান ৮৩ % । হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 

সম্পর্কিত খবর