আবহাওয়ার খবর : ভোররাত থেকেই বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা , জানালো আবহাওয়া দপ্তর

 

   

বাংলা হান্ট ডেস্ক: গত ২০ মে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান আছড়ে পরে পশ্চিমবঙ্গে। যার ফলে প্রচুর ক্ষতি হয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এমনকি এই আমফান ঝড়ের তীব্রতায় গত 50 বছরের রেকর্ড ভেঙে ক্ষতিগ্রস্থ তিলোত্তমা। এছাড়া সুন্দরবন অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আমফাম ঘূর্ণিঝড়ের তান্ডব কাটিয়ে উঠতে উঠতে ফের প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, গোটা সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।

হাওয়া অফিসের কথা অনুযায়ী, গোটা সপ্তাহ জুড়েই কলকাতার আকাশের মুখ ভার। কাল থেকে কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কোলকাতা সহ পুরো দক্ষিণবঙ্গে গোটা সপ্তাহ জুড়ে চলতে পারে এমন বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। একেই তো বর্ষা ঢুকে গিয়েছে রাজ্যে তার ওপর এই নিম্নচাপের জেরে গোটা সপ্তাহ ধরে বৃষ্টির ভোগান্তি পোহাতে হতে পারে কলকাতাকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর