প্রবল শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে আমফানঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ প্রবল বেগে ধেয়ে আবহাওয়ার (Weather) পরিবর্তন ঘটাতে আসছে আমফান। ভারতের পশ্চিম ওড়িশা এবং পশ্চিমবঙ্গে তাণ্ডবলীলা চালিয়ে গতি পরিবর্তন করে বাংলাদেশের দিকে যাত্রা করতে পারে বলে মনে করছেন আবহাওয়া দফতর (Weather office)। জারী করা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের সতর্কতা।

ঝড়ের পূর্বাভাস
প্রবল শক্তিধারী এই ঝড় ১৯- ২০ ই মের মধ্যে রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৯০ কিমি বা তারও বেশি। উপকূলে এই ঝড় আছড়ে পড়তে সময় লাগলেও, ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। কিন্তু সেই ভয়াবহতা ঠিক কতটা তা এখনই সঠিকভাবে জানাতে পারছে না হাওয়া অফিস। সেই সঙ্গে সঙ্গী হবে প্রবল ঝড় বৃষ্টি।

শহরের তাপমাত্রা
গতকাল কলকাতা (Kolkata) শহরের সকালে তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকে শহরের তাপমাত্রা সামান্য কমতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

সকাল থেকে রোদের ঝলকানি দেখা না গেলেও, প্যাচপ্যাচে গরম কিন্তু অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ কমতে শুরু করবে। ক্রমশ মেঘ কমতে শুরু করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

সমুদ্রে যাত্রা নিষেধ
আসন্ন ঘূর্ণীঝড়ের আশঙ্কায় সমদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে মৎস্যজীবীদের। বিশেষত যারা গভীর সমুদ্র এবং বঙ্গোপসাগরের দিকে রয়েছেন তাঁদের আগামী সোমবাররে মধ্যেই স্থলভাগে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর এলাকা থেকে মৎস্যজীবীদের বঙ্গোপসাগর এলাকায় মাছ ধরতে নিষেধ করা হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর