এখনই থামছে না এই বর্ষা, সপ্তাহভোর বৃষ্টিতে ভিজবে বাংলাঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ মূলতঃ বজ্রগর্ভ মেঘ থেকেই এই বৃষ্টির উৎপত্তি হয়েছে বলে মনে করছে আবহাওয়া দফতর (Weather office)। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরসহ কলকাতার বিভিন্ন অংশে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বর্ষণ। মৌসম বায়ুর আগমনের পূর্বেই বর্ষার এক প্রাক প্রস্তুতি সেরে নিল বলেও মনে করা হচ্ছে। তবে শোনা গিয়েছে, সপ্তাহভোর চলবে এই বৃষ্টি।

rain 1 4

মৌসম ভবনের পক্ষ থেকে বৃষ্টির পূর্ভাবাস
মৌসম ভবনের গণনা মতই দক্ষিণ -পশিম মৌসুমী বায়ুর আগমন ঘটতে শুরু করে দিয়েছে। মে মাসের শেষ থেকেই বর্ষার আগমনের সংকেত দিচ্ছে আবহাওয়াবিদরা। স্বাভাবিক সময়ের এই বৃষ্টির ফলে  কৃষি কাজেও খুব একটা সমস্যা সৃষ্টি হবে না। কৃষকদের জন্যও এল সুখবর।

বর্ষার প্রবেশের সময়কাল
পাশাপাশি জুনের প্রথমেই কেরালায় বর্ষা প্রবেশ করবে। এবং তারপর তা পানজিম, পুনে ও মুম্বই হয়ে রাজধানীতে প্রবেশ করবে। তবে কালবোইশাখীর মেঘ হঠাৎ হঠাৎ সৃষ্টি হয় বলে, কোথায় কখন বৃষ্টি শুরু হবে, তা সঠিক ভাবে জানাতে পারছে না আবহাওয়া দফতর। যার জেরেই “অস্বাভাবিক ভেজা” এবং “স্বাভাবিকের চেয়ে উপরে” বর্ষা হবার সম্ভাবনা রয়েছে এবছর।

Rain in Kolkata21 630x420 1

শহরের তাপমাত্রা
আজ কলকাতা (Kolkata) শহরে সকাল থেকেই মেঘমুক্ত আকাশ দেখা যাচ্ছে। রোদও উঠেছে বেশ ঝলমলিয়ে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে বেলা বাড়ার সাথে সাথে রাজ্যের বেশকিছু এলাকায় ঝড় বৃষ্টির আশঙ্কা করছে হাওয়া অফিস। এর সাথে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির কারণ
পূবালী ও দক্ষিণী হওয়ার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে ফলে নতুন করে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে, আগামী ৩-৪ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গের ৫ জেলায়। বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাগুলির পাশাপাশি বীরভূম ও মালদহেও শুরু হয়ে গেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর