বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, আগামী ৪ দিন বৃষ্টিতে ভাসবে গোটা বাংলাঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে আগামী ৪ দিন রাজ্যে টানা বৃষ্টির (Rain) আভাষ দিচ্ছে আবহাওয়া দফতর (Weather office)। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সমুদ্রে রয়েছে লাল সতর্কতাও।

   

দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে, ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে রাজ্যের এই তিন জেলায়। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও জারি হয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস।

শহরের তাপমাত্রা
সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। গতকাল শহরে তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে। আজ সর্বোচ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকেব ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

শহরের আকাশে সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টি জারী থাকবে সপ্তাহভোর। আজও রাজ্যের বেশ কিছু এলাকায় হালকা অথবা ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুতসহ ঝড়ের সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস।

তৈরি হচ্ছে নিম্নচাপ
আগামী ১৯ শে জুন বঙ্গোপসাগরের এক নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর প্রাক প্রস্তুতি শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকেই, এমনটা মনে করছেন আবহাওয়াবিদরা। গভীর সমুদ্রে যাত্রা থেকে বিরত থাকতে বলা হয়েছে মতসজীবিদের। সমুদ্র তীরবর্তী এলাকায় জারী করা হয়েছে লাল সতর্কতা।

বৃষ্টিতে ভাসবে রাজ্যও
কলকাতা সহ দুই বঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা দার্জিলিং,কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টি এবং কোচবিহার, আলিপুরদুয়া,জলপাইগুড়ি এবং দক্ষিণ বঙ্গের বেশ কিছু অংশ দুই মেদিনীপুর, হুগলী, পুরুলিয়া, হাওড়া বাকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, বাকুড়ায় থাকবে বর্ষার আমেজ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর