আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বাংলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় নেমে আসছে ঘোর বর্ষা (Rain), আবহাওয়া (Weather) পরিবর্তনের খবর জানাচ্ছে আবহাওয়াবিদরা। এরই মধ্যে আবার জারী করা হয়েছে লাল সতর্কতা। সেই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতেও লাল সতর্কতা জারী রয়েছে। নিম্নচাপের জেরে এবার বর্ষা আসছে জোর কদমেই।

বৃষ্টির আগমন বার্তা
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার এই কয়েকটি অঞ্চলে আজ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখা ও সক্রিয় মৌসুমী বায়ুর হাত ধরে এই বৃষ্টি আসছে  মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।

শহরের তাপমাত্রা
শনিবার সকাল থেকেই কলকাতা শহরে রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। কিছুটা বাড়ছে আবার তাপমাত্রার পারদও। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

তবে সকালের দিকে রোদের তাপ বৃদ্ধি পেলেও, বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু এলাকায় ঝড় সেইসঙ্গে বজ্রপাতযুক্ত বৃষ্টিও হওয়ার সম্ভাবনার কথা জানান দিল হাওয়া অফিস।

ফিরছে মৎস্যজীবীদের ট্রলার
এরই মধ্যে নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। বিগত কয়েকদিন ধরেই আবহাওয়ার বেশ খামখেয়ালিপনায় কখনও হালকা বৃষ্টি, তো আবার কখনও অতি ভারী বৃষ্টি দেখা গেছে। গত ১৫ ই জুন থেকে এক এক করে মরশুমের মাছ ইলিশের উদ্যেশ্যে পাড়ি দেওয়া দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রায় ৩ হাজার ট্রলার উপকূলে ফিরতে শুরু করে দিয়েছে। যার জেরে মরশুমের শুরুতেই বেশ কিছুটা চিন্তায় রয়েছে মৎস্যজীবীরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর