বাংলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুতসহ ঝড় বৃষ্টির সম্ভাবনাঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি (Rain) চললেও দক্ষিণবঙ্গে আবহাওয়ার (Weather) কিছুটা হলেও পরিবর্তন ঘটতে পারে। ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। আবার চড়বে উষ্ণতার পারদ। আর্দ্রতাজনিত অস্বস্তি ঘিরতে পারে কলকাতাকে। তবে আজ বেশ কয়েকটি এলাকায় খুবই সামান্য বৃষ্টি এবং ঝড়ের আভাষ দিল আবহাওয়া দফতর।

আবহাওয়ার পরিবর্তন
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। সোমবার থেকে দক্ষিণবঙ্গে দুএক পশলা বৃষ্টির মাধ্যমে আবহাওয়ার পরিবর্তন ঘটে ফের গরম পড়তে পারে। তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বুধবার অবধি চলতে পারে এই বৃষ্টি।

Rains lash Noida on Aug 5 2019 1 1024x569 1

শহরের তাপমাত্রা
রবিবার সকাল থেকেই কলকাতা শহরে রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। কিছুটা বাড়ছে আবার তাপমাত্রার পারদও। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ শহরের তাপমাত্রা সামান্য হলেও কমতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

তবে সকালের দিকে রোদের তাপ বৃদ্ধি পেলেও, বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু এলাকায় সামান্য ঝড় সেইসঙ্গে বজ্রপাতযুক্ত বৃষ্টিও হওয়ার সম্ভাবনার কথা জানান দিল হাওয়া অফিস।

1 12 750x563 1908230351

ফিরছে মৎস্যজীবীদের ট্রলার
এরই মধ্যে নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। বিগত কয়েকদিন ধরেই আবহাওয়ার বেশ খামখেয়ালিপনায় কখনও হালকা বৃষ্টি, তো আবার কখনও অতি ভারী বৃষ্টি দেখা গেছে। গত ১৫ ই জুন থেকে এক এক করে মরশুমের মাছ ইলিশের উদ্যেশ্যে পাড়ি দেওয়া দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রায় ৩ হাজার ট্রলার উপকূলে ফিরতে শুরু করে দিয়েছে। তবে আপাতত বর্তমানে এখন মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর