ঘণীভূত হচ্ছে কালো মেঘ, ধেয়ে আসছে বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার (West bengal) দুই দিকে দুরকম আবহাওয়ার (Weather) বিরাজ করছে। উত্তরে টানা টেস্ট ম্যাচ শুরু করেছে বৃষ্টি। তবে দক্ষিণে এবার নেট প্র্যাকটিস করতে শুরু করে বর্ষা। তবে গতকাল বেলার দিকে একবার আকাশ অন্ধকার করে আসলেও, আবারও ভ্যাপসা গরম এসে দখল করে নিয়েছিল বৃষ্টির জায়গা। তবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

thewall rain 1

শহরের তাপমাত্রা
মঙ্গলবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহর্বারসামান্য মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরে বৃষ্টি জারী থাকলেও, দক্ষিণের আকাশে আজ বিক্ষিপ্তভাবে বজ্রপাতযুক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

raingauhatiplays 1587449787 630x420 1

উত্তরে বৃষ্টি
সকাল থেকেই উত্তরের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। মৌসুমি বায়ুর হিমালয়ের পাদদেশের অবস্থানের কারণে ধীরে ধীরে এই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ২৮ শে জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটে প্রবল বর্ষণের মুখোমুখি হবে উত্তরবঙ্গ। হিমালয় সংলগ্ন অঞ্চলে রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা।

rain 1

জারী হল সতর্কতা
ক্রমাগত উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার ফলে, সেখানে সতর্কতা জারী করা হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা এভাবে লাগাতার বৃষ্টি চলতে থাকলে পাহাড়ী এলাকায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যাবে। সেইসঙ্গে রয়েছে নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা।

gettyimages 1B010921 0006 640x640 1

দক্ষিণের বৃষ্টি
দক্ষিণের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে বৃষ্টির পরিমাণ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর