বাংলার বেশকিছু জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গের পালা। ঘটছে আবহাওয়ার (Weather) পরিবর্তন। শনিবার বাংলার বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পর রবিবার সারাদিন জুড়েই বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া দফতর (Weather office)। সেই সঙ্গে চলবে বজ্রপাতও। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। তবে রবিবার সেই বৃষ্টি অতি বৃষ্টির আকার ধারণ করতে পারে।

উত্তরবঙ্গে বেশ কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। বাড়ছে তিস্তার জল। যার জেরে বন্যা দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জারী করা হয়েছে সতর্কতা। তবে উত্তরবঙ্গের মতো পরিস্থিতি না হলেও দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে প্রবল বর্ষা। পরপর টানা বেশ কয়েকদিন বৃষ্টির পর মনশুন ব্রেক নিয়েছিল প্রকৃতি। তাই ফের আবারও কলকাতাকে ভাসাতে বর্ষা আসছে।

   

শহরের তাপমাত্রা
রবিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের সামান্য মেঘলা আকাশ তো আবার কখনও রোদও উঁকি দিচ্ছে। চলছে মেঘ রোদের খেলা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ শহরের তাপমাত্রা বেশ কিছুটা হলেও বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাচ্ছে শহরের আকাশে। সেই সঙ্গে পরিবেশটা কিছুটা হলেও ঠাণ্ডা হয়েছে আগের তুলনায়। তবে বেলা বাড়ার সাথে সাথে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দফতর।

রাজ্যে বৃষ্টি
ওড়িশায় ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটাতে জলীয় বাস্প ঢুকছে রাজ্যে। তবে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিজারী থাকবে। কখনও রোদ কখনও বৃষ্টি, এভাবেই চলবে আবহাওয়ার খেলা। তবে সামান্য হলেও বাড়বে আবার উষ্ণতার পারদ।

বর্ষা এসেছিল নির্দিষ্ট সময়ের আগেই
এবছর বৃষ্টি নির্দিষ্ট সময়ে কিছুটা আগে দেশে বর্ষার আগমন ঘটেছিল। তবে চাষের মরশুমে এটা অত্যন্ত আনন্দ সংবাদ ছিল চাষীদের কাছে। প্রথম থেকেই একেবারেই হতাশ করেনি দেশবাসীকে। তবে বাংলায় নির্ধারিত দিনের একদিন পরে ঢুকলেও বেশ ভারী বর্ষণের আমেজ পেয়েছিল বাংলার মানুষজন। তবে বর্তমানে সাময়িক বিরতি ঘটলেও ফের আবার বৃষ্টিতে ভাসতে চলেছে বাংলা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর