আবহাওয়া আপডেটঃ আজও বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতায়, পারদ পতন এক রাতেই

বাংলাহান্ট ডেস্কঃ গত কয়েক দিন ধরেই ক্রমাগত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর৷ উত্তর এর জেলা গুলিতে বৃষ্টি হলেও দক্ষিণের জেলাগুলির ভাগ্যে শিকে ছেড়েনি। গতকাল শহর কলকাতা সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে। যার জেরে তাপমাত্রা নেমে এল অনেকটাই।

rain 2222

তকাল শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৬ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ তাপমাত্রার কিছুটা পরিবর্তন হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। এর পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়াও।

পাশাপাশি, আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে দিল্লির তাপমাত্রা দ্রুত বাড়বে। দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, দিল্লিতে এই সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মেঘগুলি প্রতিদিন আংশিক মেঘলা থাকতে পারে।

মৌসম ভবন জানিয়েছে, এবারে বর্ষা ঢুকবে সঠিক সময়ে। দক্ষিণ -পশিম মোয়সুমি বায়ুর প্রভাবে এবছর বর্ষা জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষার আগমন ঘটবে। স্বাভাবিক সময়েই হবে এই বৃষ্টি। এতে করে কৃষি কাজেও খুব একটা সমস্যা সৃষ্টি হবে না। কৃষকদের জন্যও এল সুখবর। এর পাশাপাশি জুনের প্রথমেই কেরালায় বর্ষা প্রবেশ করবে। এবং তারপর তা পানজিম, পুনে ও মুম্বই হয়ে রাজধানীতে প্রবেশ করবে।

সম্পর্কিত খবর