আবহাওয়ার খবর : কলকাতায় আগামী ২৪ ঘন্টায় আরও বজ্রবিদ্যুৎ সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা, বইবে ঝড়ো হাওয়াও

 

বাংলা হান্ট ডেস্ক : গোটা বছর ধরে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না কিছুতেই।শীতের পরে বসন্তের শুরুতেও একই কাণ্ড, কিছুতেই বন্ধ হচ্ছে না বৃষ্টি।

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে পূবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে এই বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে রয়েছে বঙ্গোপসাগর থেকে আসা ঠান্ডা বাতাসও।এই অকাল বৃষ্টির সঙ্গে বর্ষার কোনও যোগসূত্র নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে বারবার রাজ্যজুড়ে বৃষ্টিপাত হয়ে গেছে। চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল কলকাতা সহ একাধিক জেলায়। গতকাল সন্ধ্যার পর থেকেই কলকাতায় বইতে শুরু করে ঝোড়ো খাওয়া। কোথাও কোথাও হয় বৃষ্টি। সন্ধ্যার পর থেকে ঠান্ডা ঝড়ো হাওয়া বওয়ার কারণে মার্চের মাঝামাঝি তেও কিছুটা হলেও পরিবর্তন হয় আবহাওয়ার।

আগেই আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছিল, ২৪ ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি হতে চলেছে কলকাতা সহ একাধিক জেলায় অনুমান সত্যি করে আজ সন্ধ্যে থেকেই আকাশ মেঘলা ছিল কলকাতা সহ একাধিক জেলার। খানিকক্ষণ আগে থেকে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সাথে বইছে জড়ো হওয়া।

আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর