সপ্তাহের শেষে কলকাতায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, ভাসবে উত্তরবঙ্গও

 

বাংলা হান্ট ডেস্ক : কলকাতায় বর্ষা ঢুকে যাওয়ার দরুন বৃষ্টি কমবেশি প্রত্যেকদিনই হচ্ছে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টি পড়লেও ভাপসা গরম কিছুতেই যাচ্ছে না বরং আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকছে সর্বক্ষণ।

চলতি সপ্তাহে কলকাতায় তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস না দিলেও চলতি সপ্তাহে অতি ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরবঙ্গ। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আগামী 48 ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দার্জিলিং শহরের জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহে কলকাতা শহরে বৃষ্টির পরিমাণ কম থাকলেও সপ্তাহের শেষে অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা এমনটাই জানালো আবহাওয়া দপ্তর

চলতি সপ্তাহের শেষে ঘূর্ণাবর্তের জেরে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর