স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন অংশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন কোথায় কতটা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়ার খবর : স্বাধীনতা দিবসে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর (weather update)। আরব সাগরের জলীয় বাস্প সম্পৃক্ত বায়ু বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টি ঘটাবে হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ ও রাজস্থানের পূর্ব অংশে।

cyclone 1 1
আগামীকালের আবহাওয়া/ weather tomorrow

পাশাপাশি, আরো এক নিম্নচাপের চোখ রাঙানি বাংলা ও উড়িষ্যায়, আগামী ৩ দিন উড়িষ্যা ও বাংলা উপকূল সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল ভাসবে ভারী বৃষ্টিতে। মৎস্যজীবিদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।

শনি ও রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্ব  মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। বাংলার বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুতসহ ঝড়ের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। সেই সাথে কিছুটা কমতে পারে অস্বস্তি।

পাশাপাশি, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ আর কিছুক্ষণের মধ্যেই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে পরবর্তীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পেরিয়ে রবিবার থেকে আবারও ভারী বৃষ্টিপাতের আগাম সতর্কতা জানাচ্ছে আবহাওয়া দফতর।

 

সম্পর্কিত খবর