‘মাথায় না ঢুকলে পেরেক ঠুকে ঢুকিয়ে নিন’, সাংবাদিকের করা প্রশ্নে মেজাজ হারালেন বিমান বসু

বাংলাহান্ট ডেস্কঃ শনিবার বাংলায় প্রথম দফার নির্বাচন শুরু হয়েছে। তার আগে শুক্রবার মেজাজ হারালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (biman basu)। সংযুক্ত মোর্চা হলেও, নির্বাচনের কাজে নিজেও মাঠে নেমে পড়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। কাঠফাটা রোদ মাথায় নিয়েই সারছেন প্রচার কাজ।

   

প্রথম দফা নির্বাচনের আগে শুক্রবার জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার আরএসপি প্রার্থী নরেশচন্দ্র রায়ের সমর্থনে প্রচারে গিয়েছিলেন মফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেখানে গিয়ে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকের করা প্রশ্নে মেজাজ হারান বর্ষীয়ান বামনেতা।

সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘কর্মীদের উদ্দেশ্যে এদিনের সভায় কী বার্তা দিলেন বিমান বসু? আপনাদের লড়াইটা এখানে কাদের সঙ্গে?’ সাংবাদিকের করা প্রশ্নে চট করে মেজাজ হারিয়ে ফেলেন বিমান বসু। ক্ষেপে গিয়ে ক্ষিপ্ত কন্ঠে তিনি বলেন, ‘যা বার্তা দেওয়ার দেওয়া হয়ে গেছে। মাথায় যদি না ঢোকে, তাহলে পেরেকে ঠুকে ঢুকিয়ে দিন। আর এখনও আমাদের লড়াই কাদের সঙ্গে যদি না বোঝেন, তাহলে আপনিও যান। যান, যান..’।

একুশের নির্বাচনে কংগ্রেসের হাত ধরেছে সিপিএম। নিজের হারানো সম্মান ফিরে পেতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ডাকে সাড়া দিয়ে বাংলা থেকে তৃণমূল এবং বিজেপিকে উৎখাত করতে এক জোট বেঁধেছিল বাম কংগ্রেস। সেই দলে আবার ঢুকে পড়েন আব্বাস সিদ্দিকি। নতুন দল গড়েন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। গড়ে ওঠে সংযুক্ত মোর্চা।

প্রথমদিকে কংগ্রেসের সঙ্গে ISF-র কিছুটা মতপার্থক্য হলেও, তা সামাল দেয় বামেরা। কংগ্রেসের সঙ্গে ISF-র কিছুটা দূরত্ব থাকলেও, বামেদের খুবই ঘনিষ্ঠ হয়ে উঠেছে ISF। আসন নিয়ে প্রথম কিছুটা সমস্যা হলেও, এখন সমস্ত সমস্যার সমধান ঘটিয়ে একযোগে সংযুক্ত মোর্চা হয়ে ঝাঁপিয়ে পড়েছে বাংলা দখলের লক্ষ্যে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর