বাংলা হান্ট ডেস্কঃ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের জন্য কোন নিয়োগ আটকে নেইl আদালতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের হাজিরায় একথা এদিন স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের তরফ থেকে এই মামলায় আগেই হলফনামা দিয়ে জানানো হয়েছিল তারা সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ বা বিলম্বিত করছে। কেন সমস্ত নিয়োগ প্রক্রিয়া অনির্দিষ্টকাল বন্ধ করা হচ্ছে তা জানতে চেয়ে মুখ্য সচিব মনোজ পন্থকে ভার্চুয়ালি তলব করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখার মান্থার ডিভিশন বেঞ্চ।
ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নের মুখে রাজ্যের মুখ্য সচিব?
মামলার শুনানিতে এদিন বিচারপতি রাজশেখার মান্থা প্রশ্ন করেন, ‘মুখ্য সচিব রাজ্যের সর্বোচ্চ আধিকারিক। এই বিষয়ে তাঁর নিয়ন্ত্রণ না থাকলে কার থাকবে? তবে এদিন একটা বিষয়ে আদালত খুব স্পষ্ট করে জানিয়ে দেয় যে, ‘হাইকোর্টের ওবিসি নির্দেশের জন্য কোন নিয়োগে বাধা নেই।’ বিচারপতি তবব্রত চক্রবর্তী এদিন রাজ্যের মুখ্যসচিবকে প্রশ্ন করেন, ‘আমরা আমাদের নির্দেশ স্পষ্ট করেছিলাম। রাজ্য বা মুখ্যসচিবের এই বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই?
আরও পড়ুন: ৩০ হাজার টাকা ব্যয়ে স্মার্ট ক্লাস! অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য বিরাট পদক্ষেপ রাজ্যের
মুখ্যসচিব তখন পাল্টা জানান, ‘সেপ্টেম্বরে সব দফতরে এই অর্ডার জানানো হয়েছে। ল’অফিসার ইত্যাদির পরামর্শে একটু দেরি হয়েছে। আদালতকে না মানার কোন বিষয় নেই। তবে এটা একটা ভুল,সেটা স্বীকার করছি।’
আদালতে (Calcutta High Court) জাস্টিস মান্থা এদিন বললেন, ‘২০১০ সালের আগে যাঁরা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাঁদের নিয়োগে কোন বাধা নেই। তাই আমাদের উপরে দোষ চাপিয়ে বলবেন না আমরা চাকরিতে বাধা দিয়েছি।’ একইসাথে এদিন বিচারপতির অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য ছিল, ‘আপনি সবচেয়ে বড় আধিকারিক আপনার লোকেরা মানছে না এটা আমাদের কাছে খারাপ লাগছে। আপনাকে আদালতে ডাকাও পেইনফুল। আপনার কথা না শুনলে আর কার কথা শুনবেন ওঁরা?’ তখন মুখ্য সচিব বিচারপতিকে জানান, ‘আমি এই বিষয়ে সতর্ক হব’।