সুরা প্রেমীদের ‘দয়ায়’ দুর্গা পুজোয় লক্ষীলাভ রাজ্যের, রেকর্ড সৃষ্টি করে মদ বিক্রি ৩০০০ কোটি টাকার

বাংলাহান্ট ডেস্ক : গত ৪৫ দিনে রেকর্ড সৃষ্টি করেছে রাজ্যের মদ বিক্রি। রেকর্ড পরিমাণ মদ বিক্রির ফলে বিপুল পরিমাণ আয় হয়েছে আবগারি দপ্তরের। এর ফলে অনেকটাই সতেজতা ফিরেছে রাজ্যের কোষাগারে। পুজোর আগেই দাম বৃদ্ধির ইঙ্গিত ছিল মদের, কিন্তু তা না হওয়ায় ব্যাপকহারে পূজোয় পশ্চিমবঙ্গ জুড়ে বিক্রি হয়েছে মদ।

গত সেপ্টেম্বর মাসে মদ বিক্রি করে রেকর্ড রাজস্ব আদায় হয় আবগারি দপ্তরের। আবগারি দপ্তরের কর্তারা যাকে “অবিশ্বাস্য” বলে আখ্যা দিয়েছিলেন। আবগারি দপ্তরের কর্তারা জানান, সেপ্টেম্বর মাসে প্রতিদিন গড়ে ৭০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। শুধু সেপ্টেম্বর মাসেই সারা পশ্চিমবঙ্গে বিক্রি হয় ২১০০ কোটি টাকার মদ।

অনেক আধিকারিক মনে করছেন, অক্টোবর মাসে পুজো থাকায় আগেভাগেই সেপ্টেম্বর মাসে ডিলাররা মদ স্টক করছিলেন। সেই জন্য এত পরিমান বিক্রি হতে পারে। অন্যদিকে অক্টোবরের প্রথম সপ্তাহ অর্থাৎ পুজোর কটা দিন রেকর্ড হারে মদ বিক্রি হয়েছে সারা রাজ্যে। অক্টোবর মাসের প্রথম ১০ দিন সারা রাজ্য জুড়ে ৬৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

what is liquor

আবাগারি দপ্তর সূত্রের খবর, এই বছর নবমীর দিন সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে রাজ্যে। শুধুমাত্র নবমীর দিন সারা রাজ্যে জুড়ে ১০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে খবর। আবগারি দপ্তর জানিয়েছে, বিক্রিত মদের প্রায় ৭০ শতাংশই বিদেশী মদ। এছাড়াও দেশীয় প্রযুক্তিতে তৈরি মদ ও বিয়ারের চাহিদাও প্রচুর ছিল। অক্টোবর মাসেই রয়েছে দীপাবলি। আবগারি দপ্তর মনে করছে অক্টোবর মাসের মোট মদ বিক্রি হয়তো সেপ্টেম্বর মাসকেও ছাড়িয়ে যেতে পারে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর