মানবিক মমতা! ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের লেখাপড়ার দায়িত্ব নিচ্ছে রাজ্য, মিলবে স্কলারশিপও

বাংলা হান্ট ডেস্কঃ গত শুক্রবারের ওড়িশার ট্রেন দুর্ঘটনার (Odisha Train Accident) ঘা এখনও দগদগে। ভয়াবহ সেই দুর্ঘটনা প্রায় ২৮০ টি প্রাণ কেড়ে নিয়েছে। আহতের সংখ্যাটা অগুনতি। কেউ হারিয়েছে কাছের মানুষ, কেউ বা প্রাণে বাঁচলেও কাটা পড়েছে শরীরের কোনো অংশ। দুর্ঘটনার পর দিনই ঘটনাস্থলে ছুটেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কথা মতো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন মমতা। পাশাপাশি আহত ও মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি দেওয়ার ঘোষণাও করেন মমতাময়ী। আর এবার আরও বড় পদক্ষেপ মমতার।

মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত, আহত, ক্ষতিগ্রস্তদের পরিবারের ছেলেমেয়েরা যদি পড়তে চায় তাহলে সেই ব্যবস্থাও করবে রাজ্য সরকার। ঠিক এই ঘোষণাই করেন মমতা। ইতিমধ্যেই জানানো হয়েছে সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে এই বিষয়ে আলোচনায়য় বসবে রাজ্য শিক্ষা দফতর।

ঠিক কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ক্ষতিগ্রস্ত পড়ুয়া বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলেমেয়েদের মধ্যে ৫০ জন ছাত্র ও ৫০ জন ছাত্রীকে নিজেদের বাড়ির কাছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে ভর্তি করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি পড়ুয়াদের প্রয়োজন অনুযায়ী পড়াশোনায় যাবতীয় সাহায্য করবে রাজ্য সরকার, থাকবে স্কলারশিপের সুবিধাও।

প্রসঙ্গত, শনিবার বালেশ্বরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েই এ রাজ্যে মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর থেকে জোর তৎপরতায় শুরু হয় কাজ। সমস্ত কিছু খতিয়ে দেখে তালিকা প্রস্তুত করে নেতাজি ইন্ডোরে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী।

মমতা জানান, মৃত ব্যক্তিদের পরিবারকে ৫ লাখ, গুরুতর আহতদের দেওয়া হয়েছে ১ লক্ষ করে। অল্প আহতদের ২৫ হাজার করে দেওয়া হয়েছে। যারা দুর্ঘটনায় প্রাণ বেঁচে ফিরেছেন তারা এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন। তাই তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগতে পারে। এই কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে আগামী ৩ মাস তাদের ১০ হাজার এবং তার পর ৩ মাস ২ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি, কাজের দরকার হলে তাদেরকে ১০০ দিনের কাজে নিযুক্ত করারও প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। এককথায় মানবিক মমতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর