পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাওনা রয়েছে ১ কোটি টাকা, না পেলে স্বেচ্ছামৃত্যুর নির্দেশ দেওয়ার আবেদন ঠিকাদারের

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার (West bengal) বিভিন্ন প্রান্ত থেকেই রাজ্য সরকারের বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে সাধারণ মানুষের নানান অভিযোগ রয়েছে। কখনও কাটমানি, তো আবার কখনও ভয় দেখিয়ে কাজ করানোর। এবার অভিযোগ উঠল টাকা না দিয়ে কাজ করিয়ে নেওয়ার।

পাচ্ছেন না প্রাপ্য টাকা
মালদার (Malda) চাঁচলের প্যান্ডেল পাড়ার এক ঠিকাদার এবং তাঁর স্ত্রী দেবযানি প্রামানিক রাজ্য সরকারের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তাঁদের দাবী, পূর্ত দপ্তরে প্রায় ৫০ লক্ষ টাকা এবং ২০১৯ সালের মহকুমাশাসকের বাংলো সংস্কার সহ নির্বাচনের বেশ কিছু কাজ করেছিলেন ওই ঠিকাদার। যার জেরে তাঁর মোট পাওনা এখন প্রায় ১ কোটি টাকা। কিন্তু কাজের ইনস্পেকশন হয়ে গেলেও, বারবার সরকারের চেয়েও প্রাপ্য টাকা পাছেন না তিনি।

কবজা করে নেওয়া হয় ব্যক্তিগত গাড়ি
মহকুমা শাসকের কাছে তাঁর পাওনা টাকা চাইতে গেলে টাকা তো পাননি, উল্টে তাঁর ব্যক্তিগত গাড়িটিকে কবজা করে নেয় নেয় মহকুমা শাসক এমনটাও অভিযোগ করেছেন তিনি। তবে একথা সম্পূর্ণ অস্বীকার করেছেন মহকুমা শাসক। আবার সরকারের কাজ করার জন্য বিভিন্ন মানুষের থেকে সুদে টাকা নিয়ে, এখন সেই টাকা ফেরত না দিতে পারায়, তারাও তাঁর বাড়িতে হামলা করছে।

ইচ্ছামৃত্যুর সম্মতি চাইছেন ঠিকাদার
এই সংকটের পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই ঠিকাদার মুখ্যমন্ত্রী ও রাস্ট্রপতির কাছে আবেদন জানিয়েছে, হয় তাঁর টাকা ফেরত দেওয়া হোক, নাহলে তাঁকে ইচ্ছামৃত্যুর আদেশ দেওয়া হোক। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মালদা জেলার তৃণমূলের মুখপাত্র শুভময় বসু জানিয়েছেন, ‘নিশ্চয়ই তাঁর কাগজপত্রে কোন সমস্যা ছিল, তা নাহলে তিনি টাকা পেয়ে যেতেন’। এই সরকারের রাজত্বে কাটমানি ছাড়া পাওনা টাকা পাওয়া মুসকিল বলেও, কটাক্ষ করলেন মালদা জেলায় বিজেপির সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর