পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, অষ্টম শ্রেণি ও মাধ্যমিক পাশেই মিলবে চাকরি

বাংলা হান্ট ডেস্ক: এবার রাজ্যে ফের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। জানা গিয়েছে যে, বর্তমানে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের একাধিক জেলাতেই এই নিয়োগ সম্পন্ন হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই এই পদগুলিতে আবেদন করতে পারবেন প্রার্থীরা। বর্তমান প্রতিবেদনে এই নিয়োগের ক্ষেত্রে অনেদনকারীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি এবং দরকারি ডকুমেন্টস সহ বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

মূলত, জারি করা এই বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে যে, রাজ্যের জেলার বিভিন্ন ICDS কেন্দ্রে প্রচুর শূন্যপদে অঙ্গনওয়াড়ি সহায়িকা ও কর্মী নিয়োগ করা হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:
এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা নির্ধারণ করা হয়েছে।
১. অঙ্গনওয়াড়ি কর্মীর শূন্যপদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য।
২. অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম পাশ বা তার সমতুল্য।

বয়সসীমা:

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ০১/০৪/২০২২ এর নিরিখে নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫ বছর।

আবেদন পদ্ধতি:
যে সকল আবেদনকারী ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাঁদের অফলাইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে হবে। অফলাইন আবেদনপত্রের লিঙ্ক প্রতিবেদনটির শেষে দেওয়া থাকবে। সেটি ডাউনলোড করে প্রার্থীদের বিস্তারিত তথ্য নির্ভুলভাবে প্রদান করতে হবে। তারপর ফর্মটির সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্সও জমা দিতে হবে।

এই ঠিকানায় জমা দিতে হবে আবেদনপত্র:
ইচ্ছুক আবেদনকারীদের তাঁদের অফলাইন আবেদনপত্র জমা করতে হবে সংশ্লিষ্ট সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প কেন্দ্রে। এক্ষেত্রে, প্রার্থীদের নিজের ব্লকের অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিতে হবে কোথায় আবেদন ফর্ম জমা করতে হবে।

জমা দেওয়ার শেষ তারিখ: 
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পৃথক পৃথকভাবে দেওয়া রয়েছে। কিছু কিছু কেন্দ্রে আবেদন জমা করার শেষ তারিখ আগামী ১৯ মে ২০২২ পর্যন্ত।আবার কিছু কিছু কেন্দ্রের আবেদনের শেষ তারিখ আগামী ২৩ মে, ২০২২। বিস্তারিত জানতে নিচে প্রদত্ত নোটিশের লিঙ্কে ক্লিক করতে পারেন আবেদনকারীরা।

অবসরের বয়স:
যে সকল যোগ্য প্রার্থী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে চাকরি করবেন, তাঁদের চাকরি জীবনের মেয়াদ হবে ৬৫ বছর পর্যন্ত।

প্রয়োজনীয় ডকুমেন্টস:
১. প্রার্থীর বাসস্থান সংক্রান্ত শংসাপত্র (মূলকপি)।
২.প্রার্থীর নিজের সই করা বয়স সংক্রান্ত শংসাপত্র।
৩. প্রার্থীর নিজের সই করা শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শংসাপত্র।
৪. প্রার্থীর নিজের সই করা জাতিগত পরিচয় সংক্রান্ত শংসাপত্র।
৫. এপিক এবং আধার কার্ডের স্বপ্রত্যয়িত জেরক্স কপি।
৬. ১ টি স্ট্যাম্প সাইজ রঙিন ছবি ( ১ টি পাসপোর্ট সাইজ ছবি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আটকে দিতে হবে এবং অন্য ২ টি ছবি আবেদনপত্রের সঙ্গে আলাদাভাবে খামের মধ্যে দিতে হবে )।
৭. আবেদনকারীর নাম ও সম্পূর্ন ঠিকানা সম্বলিত এবং ছয় টাকার ডাকটিকিট সম্বলিত একটি ( ১০”X৪” ) মাপের খাম আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

No Work For Home For Indias Grassroot Health Workers Anganwadi Workers ASHAs ANMs During COVID 191

প্রসঙ্গত উল্লেখ্য, যেহেতু প্রত্যেক ব্লকে পৃথক পৃথক বিজ্ঞপ্তি রয়েছে সেক্ষেত্রে নিম্নলিখিত লিঙ্কগুলি অবশ্যই দেখে নিতে হবে প্রার্থীদের।

অফিসিয়াল ওয়েবসাইট: https://howrah.gov.in/
অফিসিয়াল নোটিশ: https://howrah.gov.in/notice_category/recruitment/

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর