বাংলার ‘জলস্বপ্ন’-কে দরাজ সার্টিফিকেট কেন্দ্রের, বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহে দেশের শীর্ষে বঙ্গ

বাংলাহান্ট ডেস্কঃ কথায় আছে ‘জলই জীবন’। জল ছাড়া মানুষের জীবন অতিবাহিত করা, প্রায় অসম্ভব বললেই চলে। আর এবার সেই পানীয় জল সরবরাহের দিক থেকে শীর্ষস্থানে উঠে এল বাংলার (west bengal) নাম। সমীক্ষা বলছে, গ্রামে পানীয় জল সরবরাহের বিষয়ে দেশের মধ্যে বাংলার স্থান রয়েছে সর্বপ্রথম। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘জলস্বপ্ন’ প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকায় পানীয় জল সরবরাহ করার কাজ করে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। আগস্ট মাসেও এই কাজে সেরা হয়েছিল বাংলা। প্রায় ২ লক্ষ ৩৯ হাজার ২৫৬টি বাড়িতে জলের সংযোগ করেছিল বাংলার সরকার।

future water 1

তারপর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কিছুটা ধীরগতি এসেছিল কাজে। এই তালিকায় কিছুটা পিছিয়ে যায় বাংলা। তবে আবারও ঘুরে দাঁড়িয়ে নভেম্বরে প্রথম স্থান দখল করে নেয় পশ্চিমবঙ্গ। প্রায় ২ লক্ষ ৪০ হাজার ৯৪৩ টি বাড়িতে জল সংযোগ করে গ্রামে পানীয় জল সরবরাহের দিক থেকে প্রথম হয় বাংলা। আর আর ফলেই বাংলার ‘জলস্বপ্ন’ প্রকল্পকে দরাজ সার্টিফিকেট দিল কেন্দ্র সরকার।

আর এরপর অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, জল পৌঁছে দিয়েছে প্রায় ১ লক্ষ ৯৫ হাজার বাড়িতে। তবে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে রাজ্যগুলো ঠিক কিভাবে কাজ করছে, তার রিপোর্ট প্রতি মাসে নিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। আর সেই হিসেবেই তৈরি হয় রিপোর্ট। যার হিসাবে বাংলা প্রথম এবং তামিলনাড়ু দ্বিতীয় হয়। আর এই তালিকায় গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার রয়েছে অনেক পিছিয়ে।

বাংলার এই সাফল্যের বিষয়ে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানান, ‘এই প্রকল্পের অধীনে এখনও অবধি প্রায় ২৭ লক্ষ ৭০ হাজার ২৫০ টি বাড়িতে জলের সংযোগ করা হয়েছে। আগস্টে প্রায় ২ লক্ষ ৩৯ হাজার ২৫৬ টি বাড়িতে জল সরবরাহ করে, এবার সেই রেকর্ড ভেঙে দিয়ে নভেম্বর মাসে প্রায় ২ লক্ষ ৪০ হাজার ৯৪৩ টি বাড়িতে জল পৌঁছে দেওয়া হয়েছে। তবে আগামী ২০২৪ সালের প্রতিটি বাড়িতেই জল পৌঁছে দেওয়া হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর