পশ্চিমবঙ্গ পুলিসকে জেহাদিদের সঙ্গে তুলনা! নবান্ন অভিযানের পর বিতর্কিত বয়ান BJP নেতার

বাংলাহান্ট ডেস্ক : বিজেপির নবান্ন অভিযানে (Nabanna Rally of BJP) পুলিসের উপর হামলা হয়েছে। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য নেতৃত্ব। এবার একটি ভিডিয়ো টুইট করে সরাসরি পশ্চিমবঙ্গ পুলিসকেই (West Bengal Police) আক্রমণ করলেন বিজেপির বাংলার সহ পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)। পশ্চিমবঙ্গ পুলিসকে ‘জেহাদি’দের সঙ্গে তুলনা করলেন তিনি।

বুধবার একটি ভিডিয়ো টুইট করেন অমিত মালব্য। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ব্যারিকেডের পিছন থেকে পাথর তুলে বিক্ষোভকারীদের উদ্দেশে ছুড়ছেন এক পুলিসকর্মী। ভিডিয়োটি টুইট করে অমিত মালব্যর প্রশ্ন তোলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে পাথর ছোড়াটা কি পুলিস ম্যানুয়ালে পড়ে? এটা কি পুলিসের ভিড় নিয়ন্ত্রণের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর? গতকাল পশ্চিমবঙ্গ পুলিশ ঠিক এটাই করেছে। বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছেন। পেশাদার পুলিস বাহিনী আর জেহাদিদের মধ্যে তফাৎ থাকাটা কি উচিত নয়?’

তিনি টুইটে আরও লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের রাজ্যের সম্পদের লাগামহীন লুঠের বিরুদ্ধে জেগে উঠছে বাংলা। নেতৃত্ব দিচ্ছে বিজেপি। মমতা এবং তাঁর স্বৈরাচারী শাসনকে ক্ষমতাচ্যুত করার এই আন্দোলন এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে। উনি কল্পনা করারও আগে তা হয়ে যাবে।’

বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার হাওড়া ওকলকাতার বিস্তীর্ণ এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষোভকারী ও পুলিস একে অপরকে লক্ষ্য করে ব্যাপক পাথর ছোড়াছুড়ি করে। তাতে আহত হয় দুই পক্ষেরই বেশ কয়েকজন। বিজেপির অভিযোগ, নিরস্ত্র কর্মীদের ওপর হামলা চালায় পুলিস। এমনকী বিজেপির রাজ্য সদর দফতরে ঢুকেও পুলিশ লাঠি চালিয়েছে বলে আদালতে অভিযোগ করেছে বিজেপি। এই পরিস্থিতিতে সোমবারের মধ্যে পুরো ঘটনার স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব করেছে আদালত।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর