‘আয় চলে আয় নিজের মতো করে দল কর, রাজনিতিতে এমন হয়” নেত্রী বলছেন নেতাকে

বাংলা হান্ট ডেস্ক, উদয়ন বিশ্বাসঃ  আজ থেকে তিন বছর আগে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল মুকুল রায় (Mukul Roy) তৃণমূল (All India Trinamool Congress) থাকছে না অন্য কোন দলে যাচ্ছে? অবশেষে সব জল্পনার অবসান ঘঁটিয়ে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তারপর দুটো নির্বাচন সামলাতে হয়েছে রাজনীতির চাণক্য মুকুল রায় কে। মুকুল রায় বিজেপিতে আসার পর পঞ্চায়েত নির্বাচন হয় সেখানে বেশ ভাল ফলাফল করে বিজেপি। তারপর কেন্দ্র নেতৃত্ব মুকুল রায়কে আরো গুরুদায়িত্ব দেয় এবং লোকসভার দায়িত্ব দেওয়া হয় মুকুল রায়ের উপর।

মুকুল রায়ের প্রধান পরীক্ষা হয় ২০১৯ এর লোকসভা নির্বাচনে। বিজেপি বাংলায় ১৮টি আসন পায় এবং ভোটের আগে  মুকুল রায় তৃণমূল, সিপিএম,কংগ্রেস থেকে একাধিক গুরুত্বপূর্ণ নেতাদের যোগদান করান। এর ফলে বিজেপিতে ওনার গুরুত্ব বাড়তে থাকে। দলের মধ্যে শক্তি বৃদ্ধি করতে থাকে মুকুল পন্থীরা। বিজেপি এমনিতেই সাংগঠনিক দল আর তারা কোন রকম আলাদা শক্তি বৃদ্ধি করতে দেবে না দলে সেটা বলাই বাহুল্য।

মুকুল বাবু প্রথম মাস্টার স্ট্রোক দিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে যোগদান করিয়ে তারপর অনুপম হাজরা, অর্জুন সিং, সব্যসাচী দত্ত, শোভন চ্যাটার্জী এর মতো একাধিক নেতা এ যোগদান করিয়া তৃণমূলকে কার্যত কোণঠাসা করে রেখেছেন। মুকুল রায়ের হাতে যখন ক্ষমতা যাচ্ছে তখন বিজেপির তা ভালো চোখে নেয়নি, সূত্রের খবর তার মন্ত্রীত্ব কেটে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। এবং মুকুল রায় তাতে কিছুটা বেসামালও হয়ে পড়েন, সূত্র মারফত আরো জানা যায় তৃণমূলের এক নেত্রী বলেন “আয় চলে আয় এসে দল কর” রাজনিতিতে এমন হয়- কে কথা বলেছেন, কথার কতটা সত্যতা আছে এই নিয়ে আমরা একাধিক নেতা নেত্রীর কাছে প্রশ্ন করেছিলাম কেউ এর সদুত্তর দিতে পারেন নি।

গতকাল দিল্লী থেকে কলকাতায় আসেন মুকুল রায়,তাকে এয়ারপোর্টে প্রশ্ন করা হলে তিনি কেন দিল্লির বৈঠক ছেড়ে কলকাতায় এলেন? তিনি বলেন তার চোখের ডাক্তার দেখাতে হবে তাই। এদিকে সূত্র জানাচ্ছে মুকুল রায়ের দিল্লীর বাসভবন থেকে নাকি নরেন্দ্র মোদির ছবি সরিয়ে রাখা হয়েছে,মুকুল অনুগামীদের যুক্তি স্বরূপ বলা হচ্ছে প্রবল ঝড় হয়েছে দিল্লিতে তার ফলে সে হোডিং খুলে গেছে কিন্তু কোনটা বাস্তব সত্য নিয়ে এখনও ধোঁয়াশায় রয়ে গেছে কিন্তু মুকুল রায় বিজেপি থাকছেন বলে তিনি নিজে জানিয়েছেন।

দুইদিন আগে দিলীপ ঘোষ এবং মুকুল রায়কে নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, সেই ব্যাপারে বিজেপির অন্দরে সকলের কৌতূহল তাহলে কি নতুন দল তৈরির পথে মুকুল রায়? নাকি তৃণমূলের দিকে পা বাড়াবে কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়েছেন মুকুল রায় নিজেই, তিনি বলছেন এগুলো সব মিডিয়ার অপপ্রচার।

আগামী বিধানসভায় বড় দায়িত্ব নেবে বলে মনে করা হচ্ছে। এদিকে বিজেপি নেতৃত্ব প্রতিটা বিধানসভা ধরে ধরে পর্যালোচনা করছেন, ইতিমধ্যে বিজেপির পর্যবেক্ষকরা একটি বৈঠক করেন সেখানে তারা রিপোর্ট পেশ করেন ১৯০ থেকে ২০০ দিকে এগোচ্ছে বিজেপি কিন্তু বিজেপির একাংশ মানতে নারাজ। তাদের দাবি এখনো সেই সংগঠন তৈরি হয়নি। এদিকে অমিত শাহ আবার ময়দানে নামতে চাইছে শোভনকে। এখন দেখার বিষয় বিজেপিতে মুকুল,শোভনের মতো গুরুত্বপূর্ণ নেতাকে আগামী বিধানসভাতে কাজে লাগাতে পারে কি না বিজেপি। যদি কাজে লাগাতে পারে তা হলে চাপে পড়বে তৃণমূল। মুকুলের তথ্য কতটা মেলে সেটাই দেখার বিষয়। সোশ্যাল মিডিয়ায় এই কথাটি ঘটছে এর সত্যতা আছে কিনা তা আগামীদিনে প্রকাশ পাওয়া যাবে কিন্তু তৃণমূল ও তাদের রাজনৈতিক ভাবে লড়াই করার জন্য দলের মধ্যে ব্যাপক রদবদল করেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর