ঢেলে সাজানো হচ্ছে বাংলার রেল ব্যবস্থা! যে পরিমাণ টাকা বরাদ্দ হল….হিসেব দেখলে চমকে উঠবেন

বাংলাহান্ট ডেস্ক : ভারতের পরিবহণ ক্ষেত্রে রেলের গুরুত্ব সবার কাছেই অপরিসীম। ধনী-দরিদ্র নির্বিশেষে লক্ষ লক্ষ যাত্রী প্রতিদিন যাতায়াতের মাধ্যম হিসাবে বেছে নেন রেলকে। ভারতীয় রেল ক্রমশ নিজেদের পরিষেবা উন্নত করার চেষ্টা চালাচ্ছে। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে চলছে রেলের (West Bengal Railway Project) একাধিক প্রজেক্ট।

বাংলায় রেলের (West Bengal Railway Project) একাধিক প্রজেক্ট

তথ্য বলছে, বাংলার রেল (West Bengal Railway Project) ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য বর্তমানে পশ্চিমবঙ্গে ৪৩ টি প্রজেক্টের কাজ চলছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি জানিয়েছেন, বাংলার রেল ব্যবস্থার উন্নয়নে বরাদ্দ করা হয়েছে ৬০,১৬৮ কোটি টাকা। ২০২৪ সালের ১ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রেল কর্তৃপক্ষ বাংলায় এই মুহূর্তে ৪৩ টি প্রজেক্টের কাজ চালাচ্ছে।

West Bengal Railway Project

কেন্দ্রীয় সরকার (Central Government) চাইছে রেলের এই প্রকল্পগুলির বাস্তব রূপায়ণের মাধ্যমে রেল যাত্রীদের পরিষেবা আরো উন্নত করা। রেলের সবকটি প্রকল্প অবশ্য এখনো শেষ হয়নি। কোনো প্রকল্পের কাজ এখন মাঝপথে, আবার কোনো প্রকল্প শুরুর পরিকল্পনা করছে রেল। হিসেব অনুযায়ী, গত মার্চ মাস পর্যন্ত রেল এই প্রকল্পগুলির জন্য খরচ করেছে মোট ২০,৪৩৪ কোটি টাকা।

আরোও পড়ুন : সর্বনাশ! কিডনি নষ্ট হয়ে যায় নি তো? এই বিশেষ লক্ষণগুলি দেখা দিলেই হয়ে যান সতর্ক!

পশ্চিমবঙ্গে রেল কর্তৃপক্ষ ১০৮৭ কিলোমিটারের মতো নতুন লাইনের পরিকল্পনা করেছে। তারমধ্যে ৩২২ কিলোমিটারের মতো কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই। ১২০১ কিলোমিটারের মধ্যে ৮৫৪ কিলোমিটারে গজ কনভার্সনের কাজ শেষ হয়েছে। ২,১৯২ কিলোমিটারের মধ্যে ৪৭৯ কিলোমিটারের ডবল লাইন বা মাল্টি লাইন তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

Train track intersec

বাংলায় বেশকিছু নতুন লাইন (Railway Track) তৈরির কাজ করছে রেল (Indian Railways)। সেগুলি হল – নবদ্বীপ ঘাট- নবদ্বীপ ধাম নতুন লাইন, চন্দনেশ্বর-জলেশ্বর নতুন লাইন, নৈহাটি-রানাঘাট তৃতীয় লাইন, বালুরঘাট-হিলি নতুন লাইন, সাইথিঁয়া ও সীতারামপুরের বাইপাসের কাজ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর