৬টি জেলায় বাড়বে তাপদাহ,কলকাতায় কমবে না গরম

বাংলা হান্ট ডেস্ক: নির্দিষ্ট সময়ের অনেক পরে কেরলে এসেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তারপর থেকে বাংলার মানুষ প্রহর গুনছে বৃষ্টির। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হল বঙ্গে এই মুহূর্তে বর্ষা আসার কোনো সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে গরমের তাপদাহ। পশ্চিমাঞ্চলে ফিরে আসবে তাপ প্রবাহের পরিস্থিতি। রাজ্যের ছটি জেলায় বাড়বে গরম।

আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলে দক্ষিণবঙ্গে কয়েকদিন আকাশ মেঘলা ছিল। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভালো বৃষ্টিপাত হলেও কলকাতা ও বাকি অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে।

সম্পর্কিত খবর