বাংলা হান্ট ডেস্ক: শীতের মাঝেই হাজির বৃষ্টি। সকাল থেকে ঝমঝম। বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। কলকাতায়ও অকাল বৃষ্টি। বলি শীতের মুড স্পয়েল করে হচ্ছে টা কি? আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরী হয়েছে তারই পরোক্ষ প্রভাবে বৃষ্টি হচ্ছে সকাল থেকে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। হালকা বৃষ্টি হবে কলকাতাতেও (Kolkata)। আজই শেষ নয়, শনিবারের পর বৃষ্টি হবে রবিতেও। আগামীকালও এই সব জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা।
এদিকে বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি বেশি ছিল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত দু’দিন তাপমাত্রা কমার পূর্বাভাস নেই। তারপর থেকে এক ধাক্কায় পারদ পতনের সম্ভাবনা। অর্থাৎ ডিসেম্বরের শুরু থেকেই ছোবল বসাতে পারে।
আরও পড়ুন:চিনের সঙ্গে পাল্লা! ‘হাম দো, হামরা চার’ এর নিদান সিদ্দিকুল্লাহর! পাল্টা দিলেন শুভেন্দু-নওশাদ
আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। আগামীকাল বৃষ্টি হলেও ২ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া। ভোগাতে পারে কুয়াশা। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূমের কুয়াশার অধিক দাপট লক্ষ্য করা যেতে পারে।
আরও পড়ুন: কালীঘাটের কাকুর জন্য ‘সুখবর’! জোর ধাক্কা খেল CBI! এবার বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট
এদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) কোনো জেলাতেই আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আরও পারদ পতন হবে নতুন সপ্তাহ থেকে। সকালের দিকে হালকা কুয়াশার প্রভাব থাকবে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি উন্নত হবে।