রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা 24 ঘন্টায় আক্রান্ত 986, মৃত 23

 

বাংলা হান্ট ডেস্ক : চীন থেকে আগত করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব।বিশ্বের উন্নতশীল দেশগুলিতেও দাপিয়ে নিজের দাপট দেখিয়েছে কোভিড ১৯। মার্চ মাসে ভারতেও প্রবেশ করে করোনা ভাইরাস। তাই সংক্রমণ এড়াতে গত 23 শে মার্চ থেকে গোটা দেশজুড়ে লকডাউনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই সিদ্ধান্তের তার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে প্রত্যেকটি রাজ্যের রাজ্য সরকার। প্রথমে 15 দিনের ইঙ্গিত দিয়ে লকডাউন শুরু হলেও শেষে তা বাড়তে বাড়তে পৌঁছে প্রায় আড়াই মাসে। তারপর বিভিন্ন বিষয় চিন্তা করে গত ৮ ই জুন থেকে রাজ্যজুড়ে লকডাউন শিথিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বদলীয় বৈঠক ডাকার পর ফের জুলাই মাস জুড়ে লকডাউনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। । গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 986 জন। মৃত্যু হয়েছে 23 জনের। এই মুহূর্তে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 24,423 জন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে 827 জন। বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা 7,705 জন। গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 501 জন। মোট সুস্থ হলেন 16,291 জন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর