রাত পোহালেই ভাসবে দক্ষিণবঙ্গ! কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? আবহাওয়ার আগাম খবর

বাংলা হান্ট ডেস্ক: শীতের মাঝেই ভোগাচ্ছে বৃষ্টি। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা ভিজেছে। সবমিলিয়ে শীতের আমেজ নস্ট। তাপমাত্রাও বেড়েছে বেশ খানিকটা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখনই রেহাই নেই। শনিবারের পর রবিবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দাপট কি আরও বাড়বে? রইল আগাম খবর।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১ ডিসেম্বর দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতাতে রয়েছে বজ্রপাতের সম্ভাবনা। মহানগরীতেও বৃষ্টি হতে পারে তবে তার সামান্যই সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরী হয়েছে তারই পরোক্ষ প্রভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। তবে ২ থেকে ৬ ডিসেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া ফের শুষ্ক থাকবে। এই সময়ের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও।

আরও পড়ুন: বিরাট নজির গড়ার পথে ISRO! প্রস্তুত ভারতীয় স্পেস স্টেশনের পরিকল্পনা, থাকবেন কতজন মহাকাশচারী?

হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল কলকতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ এবং ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তারপর থেকে ধীরে ধীরে জাঁকিয়ে বসবে শীত। আগামী সপ্তাহের শেষে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রির ঘরে চলে যেতে পারে।

south bengal weather

আরও পড়ুন: ‘পশ্চিমবঙ্গ সরকারকে…’! সন্দীপদের বিরুদ্ধে চার্জশিট নিল না আদালত! আরজি কর মামলায় বিরাট মোড়

উত্তরবঙ্গের (North Bengal Weather) বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী সাত দিন। উত্তরের জেলা গুলিতে শুষ্কই থাকবে আবহাওয়া। হালকা কুয়াশা থাকবে সর্বত্রই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর