দু-দিনেই দক্ষিণবঙ্গের ৫ জেলার তাপমাত্রা পৌঁছবে ১৮ ডিগ্রিতে! ভয়ঙ্কর আপডেট দিল IMD

বাংলা হান্ট ডেস্ক: কেটে গিয়েছে দুর্যোগের মেঘ। আগে থেকে হম্বি-তম্বি করলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও জায়গাতেই ঘূর্ণিঝড় মিধিলি (Cyclone Midhili) খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি৷ গতকাল থেকেই পরিষ্কার আকাশ। ঠাণ্ডার আমেজের মাঝে উঁকি দিচ্ছে হালকা রোদ৷ নভেম্বরের ১৯ তারিখ হয়ে গেলেও শীতের দাপট কিন্তু দেখা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের রেশ তো শেষ, তাহলে কী এ বার শীত এসে পড়বে? কী জানাচ্ছে আইএমডি (Indian Meteorological Department)?

weather winter kolkata

   

শীতের আগমনী:

আইএমডি সূত্রে খবর, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের (South Bengal) সমস্ত জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। সামান্য কমতে পারে তাপমাত্রা। দিনের তুলনায় রাতের তাপমাত্রা বেশ কিছুটা কম থাকতে পারে।

২০ ডিগ্রির নীচে নামবে তিলোত্তমার তাপমাত্রা:

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহেই কলকাতার (Kolkata) তাপমাত্রা কুড়ি ডিগ্রির নীচে নামতে পারে। পশ্চিমের জেলা গুলিতেও ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা যাওয়ার সম্ভাবনা। আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন: অভিষেকের ৬ হাজার পাতার নথিতেই ক্লু? ED-র তলব ‘এই’ সকল ব্যক্তিদের, তুঙ্গে শোরগোল

আগামী শুক্রবারের পর থেকে রাজ্যে শীতের আমেজের স্থিতাবস্থা আসতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। বর্তমানে রাজ্যের একাধিক জেলায় মনোরম আবহাওয়া। সকালের দিকে মিঠে রোদ, বেলা পড়লেই শীতের হালকা শিরশিরানি অনুভূত হচ্ছে। তবে ধীরে ধীরে ফের উত্তুরে হাওয়া প্রভাব বিস্তার করবে।

আরও পড়ুন: আজকের রাশিফল ১৯ নভেম্বর রবিবার, সূর্যদেবের কৃপায় অন্ধকার ঘুঁচে সুখের ঝলক পাবে চার রাশি

weather

উত্তরবঙ্গের আবহাওয়া:

মঙ্গলবার নাগাদ উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি জেলা গুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া।

 

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর