সরকারি নার্সদের নিয়ে নতুন বিজ্ঞপ্তি! অংশ নিতে হবে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে

বাংলা হান্ট ডেস্ক: রাত পোহালেই স্বাধীনতা দিবস (Independence Day)। প্রত্যেক বছর স্বাধীনতা দিবসের সকালে কলকাতার রেড রোডে চোখে পড়ে স্কুলপড়ুয়া থেকে পুলিশ বিভাগের কুচকাওয়াজের (Independence Day Parade) দৃশ্য। সেইসাথে থাকে সারি দিয়ে সাজানো ট্যাবলোতে সরকারি প্রকল্পের সাফল্যের প্রচার। এ বছর কলকাতার রাস্তায় এই কুচকাওয়াজের (Independence Day Parade) তালিকায় নতুন সংযোজন সরকারি হাসপাতালের নার্সরা (Nursing Stuff)।

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে (Independence Day Parade) সরকারি হাসপাতালের নার্স

এমনিতেই এখন গোটা রাজ্য উত্তাল আরজিকর হাসপাতালের  চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে। যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ ১৪ ই আগস্ট রাত দখলে রাস্তায় নামছে  মেয়েরা। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার এই প্রশ্নের মধ্যেই এবছরের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে নার্সদের অংশগ্রহণ নিঃসন্দেহে বাড়তি তাৎপর্য যোগ করতে চলেছে।

   

কিন্তু এই মুহূর্তে সরকারি হাসপাতালে নার্সিং স্টাফদের সংখ্যা এমনিতেই কম তাই এই অবস্থায় ফুচকাওয়াজের নাচতে টেনে টেনে নিয়ে যাওয়ায় কতটা যুক্তিসঙ্গত তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন এ প্রসঙ্গে এসএসকেএম হাসপাতালে এক প্রবীণ চিকিৎসক জানিয়েছেন, ‘সরকারি সিদ্ধান্ত তো আর অমান্য করার উপায় নেই তবে নার্সদের মতো জরুরি বিভাগের কর্মচারীদের না টানলেই ভালো হতো।’

আরও পড়ুন :  ভারতের কোথায় হয় প্রথম সূর্যোদয়! দেখুন তো আপনার রাজ্য আছে কিনা?

তবে নবান্ন সূত্রে খবর, স্বাস্থ্য দপ্তরের তরফে রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য মোট ৬৬ জন নার্সের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে সাধারণ নার্সিং স্টাফ ছাড়াও জয়েন্ট নার্সিং সুপারিন্টেন্ডেন্ট, ডেপুটি নার্সিং সুপারিন্টেডেন্ট, হেলথ সুপারভাইজার পদমর্যাদার নার্সরাও রয়েছেন। তবে শুধু মহিলারাই নন পুরুষ নার্সদেরও এই  কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য বাছা হয়েছে।

Kolkata

জানা যাচ্ছে ওই ৬৬ জন নার্সদের মধ্যে অধিকাংশই  এসএসকেএম, এনআরএস, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্স। তাছাড়াও রয়েছেন হাওড়ার জগদীশপুর, ডোমজুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ও সরশুনার কয়েকটি সরকারি স্বাস্থ্য কেন্দ্রের নার্সিং স্টাফ। জানা যাচ্ছে শুক্রবার থেকেই তাঁদের রিহার্সাল শুরু হয়েছে। আগামী ১০ এবং ১৩ তারিখেও এই কুচকাওয়াজের মহড়া চলবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর