চোখের সামনে এমন অবস্থায় অমিতাভ রেখা! নিজেকে সামলাতে না পেরে কী করেছিলেন জয়া?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে জয়া বচ্চনের (Jaya Bachchan) পরিচয় শুধু অভিনেত্রী হিসেবে নয়। অমিতাভ বচ্চনের স্ত্রী হিসেবেও। কিন্তু বিবাহিত জীবনে সুখ পাননি জয়া (Jaya Bachchan)। তাঁর দাম্পত্যে বরাবর কাঁটার মতো খচখচ করেছে রেখার উপস্থিতি। অমিতাভের সঙ্গে রেখার চর্চিত পরকীয়া সম্পর্কের ব্যাপারে সবটা জেনেও সংসার ধরে রেখেছিলেন। আজো অমিতাভের সঙ্গেই ঘর করছেন জয়া (Jaya Bachchan)। কিন্তু কতটা কঠিন ছিল সবটা জেনেশুনেও চুপ করে থাকা?

সম্পর্কটা অজানা ছিল না জয়ার (Jaya Bachchan) কাছে

অমিতাভ এবং রেখার সম্পর্কটা বলিউডে যেমন কারোরই অজানা ছিল না, তেমনি স্বাভাবিক ভাবেই তা উঠেছিল জয়ার (Jaya Bachchan) কানেও। কিন্তু কখনোই এ বিষয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে শোনা যায়নি তাঁকে। বরং হাসিমুখে জয়া (Jaya Bachchan) দাবি করেছেন, এসব তাঁকে বিচলিত করে না। কিন্তু একবার নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন জয়া।

আরো পড়ুন : একটি সম্পর্কে থাকতেই পরপুরুষের সঙ্গে সহবাস, এক সন্তানের মা হয়ে বিষ্ফোরক স্বীকারোক্তি অভিনেত্রীর!

সংযম হারিয়েছিলেন জয়া (Jaya Bachchan)

এই ঘটনা ঘটেছিল যখন অমিতাভ রেখার ছবি ‘মুকদ্দর কা সিকন্দর’ মুক্তি পেয়েছিল। ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে অমিতাভ এবং রেখার পাশাপাশি উপস্থিত ছিলেন জয়াও (Jaya Bachchan)। একেবারে প্রথম সারিতে বসেছিলেন তিনি। সঙ্গে তাঁর পরিবারের অনেকেও ছিলেন। ছবিতে রেখার সঙ্গে অমিতাভের একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল। তা দেখে আর আবেগ ধরে রাখতে পারেননি জয়া। তাঁর চোখ দিয়ে গড়িয়ে পড়েছিল জল। বিষয়টা লক্ষ্য করেছিলেন রেখা। সবসময় নিজেকে শক্ত রাখলেও সেবার নিজেকে সামলাতে পারেননি জয়া (Jaya Bachchan)।

আরো পড়ুন : অনেক হল ভ্যানিলা-চকোলেট, পুজোর বাজার গরম করতে হাজির বিরিয়ানি কেক! চেখে দেখবেন নাকি?

রেখাকে কী বলেছিলেন জয়া (Jaya Bachchan)

অমিতাভ রেখা এবং জয়া (Jaya Bachchan) এই ত্রিকোণ নিয়ে আরো নানান কথা শোনা যায়। প্রকাশ্যে কখনো কিছু না বললেও একবার নাকি রেখাকে সপাটে চড় কষিয়েছিলেন অমিতাভ ঘরণী। আবার এও শোনা যায়, একবার নাকি রেখাকে বাড়িতে ডেকে তিনি স্পষ্ট হুঁশিয়ার দিয়েছিলেন, তাঁর একটা সংসার আছে। অমিতাভের সামাজিক সম্মান যেন নষ্ট না হয়।

Jaya Bachchan

প্রসঙ্গত, বিভিন্ন সময় এই পরকীয়া সম্পর্কের দিকে ইঙ্গিত করেছেন রেখা। তিনি প্রকাশ্যেই স্বীকার করেছেন, বিবাহিত পুরুষের প্রেমে পড়েছিলেন তিনি। সেই বিবাহিত পুরুষ যে কে তা বুঝতে কারোর বাকি নেই। তবে অমিতাভ বা জয়া কখনো এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর